আমাদের কথা খুঁজে নিন

   

“মা কসম ঠাকুর, আমরা সীমান্তে এখন এক্কেবারে ভালো হয়ে যাব।"


সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধে সর্বোচ্চ সংযম প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের নয়া দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএএফ) ও বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ৩৩তম বৈঠক শেষে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে বিএসএসের মহা পরিচালক রমন শ্রীবাস্তব এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “মা কসম ঠাকুর, আমরা সীমান্তে এখন এক্কেবারে ভালো হয়ে যাব। ভালো হতে পয়সা লাগে না। পাশাপাশি কয়েকটি পয়েন্টে জওয়ানদের প্রাণঘাতি নয়-এমন অস্ত্র, যেমন মুরগির পালক, বালিশ, ইত্যাদি সরবরাহ করা হবে।” শ্রীবাস্তব জানন, তিনি সীমান্তে টহল জোরদার করার বিষয়ে বিজিবি প্রধানকে অনুরোধ জানিয়েছেন। বিজিবি-বিএসএফ সহযোগিতা বৃদ্ধির মাধ্যেমে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধের ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, দুই বাহিনী পয়সা খাওয়ার ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছালেই চোরাচালানীদের আর পুটুতে গুলি খেতে হবে না। সুত্র- (মতিনিউজ টোয়েন্টিফোর ডটকম) (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।