মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন।
শ্রাবস্তীর কারুকার্য শোভিত সেই তিন্নি আর এই তিন্নি! এ যেন রীতিমতো আকাশ-জমিনে কানাকানি। হায় শ্রাবস্তী! আহা তিন্নি!! এমন তো কথা ছিল না। তবুও কথা না রাখার দলে অনেক আগেই ফিরে গেছেন শ্রাবস্তী তিন্নি। গতকাল নিজের তোলা এই ছবিটি নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে।
যে ছবিটি দেখে তিন্নির অগুনতি ভক্ত হতাশ হয়েছেন। বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, প্রিয় মানুষটির এমন মুখ কিংবা পরিণতি দেখার চেয়ে না দেখাই শ্রেয় ছিল। অনেকেই আবার প্রত্যাশা করেছেন, সব গুছিয়ে ফের ফিরে আসার। অবশ্য ভক্তদের এমন মন্তব্যে ফেসবুকে তিন্নির ছিল না কোন উত্তর।
হয়তো এখনও তিনি আগের মতোই- ড্যামক্যায়ার। তাই তার এই অবিশ্বাস্য বর্তমান ছবিটি দেখে কে কি ভাবলো, আর কে কি বললো- সেটা নিয়ে মোটেই চিন্তিত নন।
তিন্নি এখন অনেকটাই নজরবন্দি রয়েছেন তার বাবা-মা’র। বিশ্বস্ত সূত্রে জানা যায়, যেন আপন ঘরেই পরবাসী সময় পার করছেন তিনি। বাসা থেকে বড় জোর যাওয়া হয় রিহ্যাবে।
অথবা রিহ্যাব থেকে বাসা। যেন খাঁচায় বন্দি হলো আকাশমাতানো সেই রাঙা ঠোঁটের টিয়া পাখিটি। খবরটি আপাত দৃষ্টিতে আফসোসের হলেও, বাস্তবতার ঊর্ধ্বে তো আর কেউ নন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।