আমাদের কথা খুঁজে নিন

   

মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।



৪ই মার্চ বাংলাদেশ যখন ৫৮ রানে অল আউট হয়, তখন অনেক সমর্থক বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, অনেকে বলেছে তাদের টেস্ট স্ট্যাটাস দেয়া উচিত হয়নি। কেঊ তাদের জন্য জুতা নিয়ে অপেক্ষা করেছে। সাবেক খেলোয়াড়রা বর্তমান খেলোয়াড়দের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাস্যকর হলেও একটি সত্য কথা বলি, ৫৮ রানে অল আউট হবার পড়েও আমার মনে হচ্ছিলো বাংলাদেশ জিতবে। কেনো জানিনা।

আমার মনে হয়, ইংল্যান্ড এর সাথে জয় ওই সমর্থক আর সাবেক খেলোয়াড় দের বিষাক্ত থুথু ছিটিয়েছে। আর একটি কথা, মিডিয়ারাও কম যায়নি। একটা টিভি চ্যানেল তো একদিনের রিপোর্ট আরেকদিন দেখালেন! মিডিয়াদের বলবো, আপনারা একটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা হলো দেশকে বিশ্বের সামনে তুলে ধরা। আপনারা যদি না-বোধোক ভাবে দেশকে তুলে ধরেন তাহলে তা আমাদের জাতি হিসেবে লজ্জাজনক। জাতীয় সঙ্গীত শুধু গাইলেই হবেনা, এর প্রতিটা লাইন আমাদের মেনে চলতে হবে।

আমাদের জাতীয় সঙ্গীতের একটি লাইন আছে। সেটা হচ্ছে, ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাই সমর্থকদের উদ্দেশে আমার একটাই অনুরোধ, মায়ের বদনখানি মলিন হলে আমরা যেনো জলে ভাসি। জলে যদি ডুবে যাই তাহলে সেটা জাতি হিসেবে আমাদের জন্য হবে হতাশাজনক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।