আমাদের কথা খুঁজে নিন

   

এক কম্পিউটারে একাধিক মাউস এবং কীবোর্ডের ব্যবহার



একটি কম্পিউটারে সাধারণত একটি মাউস এবং একটি কীবোর্ড ব্যবহার করা হয়। ইউএসবি মাউস এবং কীবোর্ড আসার ফলে একাধিক মাউস এবং ব্যবহার করার অপশন আছে। কিন্তু আপনি যদি একাধিক মাউস সংযুক্ত করেন তাহলেও একটি মাউস পয়েন্টার থাকবে। ফলে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন না। কিন্তু টিম প্লেয়ার সফটওয়্যারের সাহায্যে আপনি একাধিক মাউসের আলাদা আলাদা পয়েন্টার পাবেন।

ফলে গেম খেলা বা অনান্য কাজে বেশ কাজে আসতে পারে। একই সাথে একাধিক কীবোর্ড ব্যবহারের সুবিধাও আছে এই সফটওয়্যারে। এজন্য ২.৩৯ মেগাবাইটের টিমপ্লেয়ার সফটওয়্যারটি http://www.wunderworks.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এই সফটওয়্যার দ্বারা একসাথে সর্বোচ্চ ৩০টি মাউস এবং ৩০ কীবোর্ড ব্যবহার করা যাবে কিন্তু ফ্রি ইউজারের জন্য সর্বোচ্চ ৩টি মাউস এবং ৩টি কীবোর্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এবার সফটওয়্যারটি ইনষ্টল করুন এরপরে মাউস এবং কীবোর্ড সংযুক্ত করে টিমপ্লেয়ারটি চালু করুন তাহলে সয়ংক্রিয়ভাবে মাউস এবং কীবোর্ড সনাক্ত করবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।