আমাদের কথা খুঁজে নিন

   

আমার মনে হয়, ইংল্যান্ড ঘুষ খাইছে।।।।।!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



আমার মনে হয় ইংল্যান্ড ঘুষ খাইছে। । । নইলে যারা আফ্রিকার সাথে ১৭১ রান করে ও জিতে যায় । তারা কিভাবে বাংলাদেশের সাথে ২২৫ রান করে ও জিততে পারলো না, তাহলে অবশ্যই এখানে একটা কিন্তু আছে।

আই সিসি"র উচিত এর পূর্নাঙ্গ তদন্ত্য করে এর সত্যতা যাচায় করা । । কি, আমার কথা গুলো পড়ে আমাকে দেশোদ্রী মনে হচ্ছে। । আমাকে আপনারা যাই-ই মনে করেন।

তারপর ও আমি বলল,, যেভাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ থেকে ঘুষ খেয়ে(এটা আমার কথা না, আমাদের দেশের কিছু উদীয়মান -যারা স্বপ্রতিভায় উজ্জল এমন কিছু বিশেষজ্ঞদের কথা, যারা খেলোয়ারদের পাশে থাকার কথা বলে, -- খেলোয়াদের বাসায় আক্রমন করে, খেলোয়াদের গালি গালাজ করে, আরো কত কি) মাত্র ৫৮ রানে অল আউট হয়ে গেলো। তারপর বিশাল মানে ৯ উইকেটে হেরে গেল, যা নাকি সারা ক্রিকেটে ও হয় নাই। কেউ কেউ তো বলল, প্রমীলা ক্রিকেটেরা ও এর চেয়ে ভালো খেলতো,,,,,,,,,,, আবার কেউ কেউ বলল, সাবিক এমন খেলোয়ার নিয়ে খেলুক যাদের তারা ৫৮ রানে আউট করে আবার ৯ উইকেটে জিতবে। । ।

তা নাকি কোনদিনই সম্ভব নয় । । । । (আর ক্রিকেট বোদ্দারা তো একেবারে ছেড়াবেড়া করে ছাড়ল,) যেসময় তাদের উচিত ছিলো দলের পাশে দাড়ানো্।

। । তাই আমার মনে হয় আসলেই ইংল্যান্ড ঘুষ খাইছে। । ।

। । নইলে সাকিবদের অবস্থা হতো ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে খেলার মতো,,,,,,,,,,,,,, ( ওয়েস্ট ইন্ডিজ এর সাথে হারার পর তাদের বাড়িতে হামলা হয়েছে,, এভার হারলে তাদের জানটা যাইতো, ভাগ্যিস ইংল্যান্ড ঘুষ খাইছিলো বলে এই যাত্রায় জানটা বেচেঁ গেছে। । ।

। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।