আমাদের কথা খুঁজে নিন

   

আজ সকালের সূর্যোদয় --ছবি ব্লগ

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গতকালের মতো আজকেও এখন পর্যন্ত আকাশ মেঘে ঢাকা। আকাশে সূর্য দেখা যাচ্ছে না। কিন্তু তাই বলে সূর্য তার কর্তব্য কাজ করতে ভুলেনি। ভোরে মেঘের আড়ালে ঢাকা পড়ার আগে সে তার কর্তব্যটুকু যথাসময়ে করে গেছে। ঘড়ির কাঁটা ধরে আকাশে নিজের অস্তিত্ব সে ঠিকই ঘোষণা করেছিল। যারা সকালে অনেকক্ষণ ধরে ঘুমাতে অভ্যস্ত তারা সেই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু আমি আমার বারান্দায় দাঁড়িয়ে দেখেছি আজকের সূর্যের উদিত হওয়ার এবং পর মুহূর্তে মেঘের আড়ালে ঢেকে যাওয়ার দৃশ্য। আর সেই দৃশ্যকে যথাসম্ভব ক্যামেরাবন্দীও করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।