>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
জেগে উঠেছে বাংলাদেশের ষোল কোটি মানুষ। ঘর ছেড়ে গভীর রাতেও তারা রাস্তায়। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এক অপরের সাথে। সারা দেশ উৎযাপন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়। শুধু বাংলাদেশই নয় বিদেশেও প্রবাসী বাঙালীরা উৎযাপনে ব্যস্ত নিজ দেশের জয়। বিজয়ের জন্য যখন ৭ বলে প্রয়োজন ৩ রান, ঠিক তখনই চারের মাধ্যমে ষোল কোটি মানুষকে এক সঙ্গে জাগিয়ে তুললেন মাহমুদুল্লাহ রিয়াদ। যিনি ইংল্যান্ড জয়ের নায়কদের মধ্যে অন্যতম একজন। পুরো জাতি শুভেচ্ছা জানাচ্ছে ইংল্যান্ড জয়ের নায়ক শাফিউল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও তামিম ইকবালসহ সকল টাইগারদের। ভবিষ্যতে এই জয় যেন অব্যাহত থাকে এই কামনায় অনেক অনেক অনেক শুভেচ্ছা টাইগারদের।
এক নজরে বাংলাদেশের বিজয়ের মুহূর্তের ছবিগুলোঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।