আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল আমি সইব??

দিতে পারো একশ ফানুস এনে...আজন্ম সালজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই...

সামু তে একেবারেই নতুন..... আগে শুধু পড়তাম, এখন সবার সাথে অনেককিছু শেয়ার করিতেও ইচ্ছে হয়, পারিনা। কি যে দু:খ! "হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ" পড়ে স্টার দেয়ার জন্য মন আকু পাকু করে, "আশরাফুলবিহীন ম্যাচ চাই" এ ১০০১ টা লাইক দিতে ইচ্ছা করে, শেখ হাসিনা বা সন্তু লারমা কেন নোবেল পায়না সেসব নিয়ে গুরুত্বপূর্ন(?) আলোচনা করতে ইচ্ছা হয়.... কিছুই পারিনা। কারণ এই কমলা রঙ এর বাত্তি সবকিছুর মাঝে ঝামেলাটা পাকাচ্ছে। প্রতিদিন আগে ঢুকে দেখি হলুদ হলো নাকি! নাহ! ৭ দিন আর হয়না! এখনো তারা আমাকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। হলুদ রঙ আমার আজীবনই দুই চোখের বিষ! এমনকি পয়লা বসন্তেও সবুজের দিকেই আমার নজর থাকে বেশী। হলুদ রঙকে যে "ইইইইইউউউউউ" বলে কতবার নাক সিটকাইসি হিসাব নাই। এখন বুঝতেসি হলুদ রঙ এর মাহাত্ব্য! ব্লগে ঢুকলেই প্রতিদিন হলুদ রঙ আমাকে ভেটকি দেয়, অসহ্য ডঃ ইউনূস ন্যায় বিচার পায়নি বলে কি আমিও পাবো না?? যাই হোক, ফেসবুকে আশার ফুলকে নিয়ে মুনিম আব্দুলের পেজে একটা জোকস পড়ে অনেক হাসলাম.... শেয়ার করি..... এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গেল। তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল, তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে? মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়! তাহলে বাবার সঙ্গে? না, বাবাও ভীষণ পেটায়! তাহলে কার সঙ্গে থাকতে চাও? আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।