আমাদের কথা খুঁজে নিন

   

৫ম ও ৬ষ্ঠ পর্ব: অনলাইন ফ্রিল্যান্সিং : (ইংরেজিতে লিখে পরিশ্রমী উপার্জনের পথ দেখানোর প্রচেষ্টা)



৫ম কিস্তি: Article writing এবং Content writing এর চাহিদা বুঝতে চেষ্টা করা: আপনি কি ২য় পর্বের পরামর্শমত ফ্রিল্যান্সারডটকম ও ওডেস্কডটকম সাইটে ঢুকে কাজগুলো বোঝার চেষ্টা করছেন? দয়া করে ১ম পর্ব ও ২য় পর্ব পড়ে নিন। ধন্যবাদ। এবার চলুন আজকের বিষয়ে যাই। ৫ ক) কি ধরনের লেখা লিখতে হবে? Article writing এবং Content writing বলতে কি বুঝব? Article writing এবং Content writing বলতে সাধারণত বোঝায় ৪০০-১০০০ বা তারও বড় আর্টিকেল লেখা। প্রতিনিয়ত ইন্টারনেটে বিভিন্ন প্রোডাক্ট এর ওয়েবসাইট ও বিভিন্ন ব্লগে বহু ধরনের অগণিত লেখার প্রয়োজন হচ্ছে।

বেশীরভাগ ক্ষেত্রে এসব সাইটের মালিকেরা নিজেরা লেখার সময় পান না বা সেসব বিষয়ে লেখা তাদের নিজেদের পক্ষে সম্ভব হয় না। বিষয়বস্তু কি হবে? যে কোন কিছু। ইন্টারনেটে বিভিন্ন সাইটে যা পড়া যায় তেমন যে কোন কিছু। তবে বেশীরভাগ ক্ষেত্রেই বিষয়বস্ত হতে পারে কোন প্রোডাক্ট নির্ভর। স্বাস্থ্য, প্রযুক্তি, এন্টাটেইনমেন্ট, নিউজ ইত্যাদি যে কোন কিছু।

পেমেন্ট কেমন? এসব ৪০০-৬০০ শব্দের একটি লেখা ৫০ সেন্ট থেকে শুরু করে সাধারণত ১.৫ থেকে ৫ ডলার রেটে করা যায়। এরকম একটি লেখার গড় পেমেন্ট হতে পারে ৩ ডলার। তবে আপনি যদি অল্প সময়ে ইজিনআর্টিকেলস এর সাইটের লেখার চেয়েও ভালো মানের লেখা লিখতে পারেন তবে ৫০০ শব্দের লেখার জন্য নির্দিধ্বায় ৫-১০ ডলার পর্যন্ত পাবেন। এছাড়া আপনার ইংরেজি যদি ভাল ওয়েবসাইটের লেখার মত হয় অর্থাত ধরুন আপনি যদি কেআন সাইটের প্রোডাক্ট এর জন্য এক পৃষ্ঠার চটকদার সেলস কপি লিখতে পারেন যা দেখে পড়ে একজন ভিজিটর সেই প্রোডাক্ট কিনতে চাইবে তাহলে ১০০০ শব্দের জন্য ১৫-২০ ডলারও পেতে পারেন বা ঘন্টায় ১৫-২০ ডলার হিসেবে কাজ করতে পারবেন। এবার দুটি এডভার্ট দেখুন: 100 Articles Writen:Must Have Knowledge About Seo Fixed-Price - Est. Budget: $500.00 I need a writer who does have knowledge about SEO. Preferably from Philippines. I need someone who can work from 8am-12mn. Payment for per article is 350 words $5. 500 words $10. I need writer who do well. 50 Articles Needed Fixed-Price - Est. Budget: $150.00 I need 50 Articles they must be: 1. Original Content (no spinner articles or duplicate content, we will check) 2. SEO Friendly, keyword rich 3. 450-500 words each 4. Topics will be home decor categories or products ৫ খ) নিজকে গড়ে নিতে হলে কি করতে হবে? প্রথমত: আপনাকে মার্কেট স্টাডি করে বুঝতে কেমন লেখার চাহিদা বেশী এবং আপনি কোন ক্ষেত্রে ভাল করতে পারবেন।

এরপর বেশ কিছু নমুনা ভালমত দেখতে হবে। যেমন, ইজিনআর্টিকেলসডটকম সাইটে ঢুকে দেখা যেতে পারে। বিখ্যাত ব্লগ সাইট, গুগুল নিউজ ইত্যাদি দেখে লেখার স্টাইল ইত্যাদি দেখে নিজকে প্রস্তত করতে হবে। এরপর, নিজে কয়েকটি নমুনা আর্টিকেল লিখে প্রস্তুত করতে হবে। ইজিনআর্টিকেলসডটকম সাইটে কয়েকটি নমুনা হিসেবে প্রকাশ করা যেতে পারে।

সেসংগে ওডেস্ক বা অন্য ফ্রিল্যান্সিং সাইটে ব্লগ লেখার পরীক্ষা, নন-ফিকশন লেখার পরীক্ষা ইত্যাদি পরীক্ষায় ভাল করতে হবে। এবার আপনি প্রস্তুত ভাল ইংরেজি লিখে ঘন্টায় ৫-২০ ডলার ইনকামের জন্য। ৬ষ্ঠ কিস্তি: Proofreading এবং Editing এর চাহিদা বুঝতে চেষ্টা করা: আপনি কি ২য় পর্বের পরামর্শমত দুটি সাইটে একাউন্ট ওপেন করে কাজগুলো বোঝার চেষ্টা করছেন? দয়া করে ১ম পর্ব ও ২য় পর্ব পড়ে নিন। ধন্যবাদ। এবার চলুন আজকের বিষয়ে যাই।

৬ ক) Proofreading এবং Editing আসলে কি? Proofreading এর মধ্যে পড়ে সাধারণত নীচের কাজগুলো: ১) spelling check ২) typos/typographical errors check ৩) all types of punctuation mark check (use capital letter, comma, period, semi colon, hyphen, slash, dash, apostrophe, quotation mark etc) ৪) annotation ৫) footnote and endnote ৬) bibliographical information presentation ৭) APA, MLA, Chicago style proofreading আর Editing হচ্ছে এর চেয়েও বেশী কিছু। লেখাটিকে পরিমার্জিত করতে হবে, আরো গোছানো হতে হবে এবং সর্বোপরি যে ধরনের পাঠকের বা পত্রিকা বা প্রকাশনার জন্য তৈরী হচ্ছে সেটি মাথায় রেখে ততটুকু ফর্মাল বা ইনফর্মালি উপস্থাপন করতে হবে। থিসিস হলে সেই মানে পরিমার্জনা করতে হবে। এই দুধরনের কাজের রেট অন্যান্য ধরনের লেখালেখির কাজের তুলনায় বেশী হতে পারে। ঘন্টায় ৬ বা ৮ থেকে ২০ ডলার হয়ে থাকে।

এবার দুটি এডভার্ট দেখুন: Talented writer / editor wanted ($10-15 per hour) We're looking for a qualified writer / editor. First task is a revision/editing job of a single article on a dental health related topic. The article is a simple piece (400-600 words) and does not require medical expertise (intended audience is consumers), but candidates with previous experience in dental health related subjects are preferred. There will be on-going projects for the right candidate. Please respond with examples of your work and if possible an estimated rate. Thank you Proof Reader needed immediately The Oil and Gas Magazine is looking for a experienced proof reader. This position is available immediately and will need a 24 hour turn around. Our usual proof reader is sick. Please have credentials and experience clearly outlined in your profile. This is a global magazine with global readers. Proof Reading will include editing for grammatical errors, sentence structure and other errors/mistakes such as missing words/letters. The Magazine that needs proofing is a 85 page magazine. Please be ready to proof the magazine as soon as you are invited for the job. http://www.theogm.com Skills Required: Masters in English ৬ খ) কেমন প্রস্তুতি নিতে হবে? APA Style, MLA, Chicago style proofreading জানাটা জরুরী। APA হলো American Psychological Association এবং MLA হলো Modern Languages Association. এছাড়া ব্রিটিশ ইংরেজির জন্য Oxford Style Proofreading and Editing জানলেও ভাল কাজ দেবে। এসব প্রুফরিডিং বিষয়ে অনলাইন থেকে অনেক সাহায্য পাবেন। নীলক্ষেতেও বই পাবেন আশা করি। তবে নিয়মগুলো বেশ ভালভাবে রপ্ত করতে হবে।

ওডেস্কে এগুলোর পরীক্ষা আছে। পরীক্ষাগুলোয় ১ম ১০% বা ২০% এর মধ্যে থাকলে এ ধরনের কাজ পাওয়াটা সহজ হয়ে যায়। এছাড়া আপনি নমুনা হিসেবে একটি দুর্বল লেখা জোগাড় করে তার Proofreading এবং Editing করে রাখুন। প্রয়োজনে এমপ্লয়ারকে দেখাতে পারবেন। এছাড়াও ইজিনআর্টিকেলস ডট কমে কয়েকটি আর্টিকেল প্রকাশ করে রাখুন নমুনা হিসেবে দেখানোর জন্য।

তাহলে এই হলো মোটামুটি আমার উপস্থাপন। আপনি চাইলে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে যদি সঠিক প্রস্তুতি নেয়ার পর কাজের জন্য বিড করা শুরু করেন এবং ডেডলাইন মেনে কাজে গুণগত ফাঁকি না দিয়ে এগোতে থাকেন। তাহলে এমপ্লয়াররা আপনাকে ছাড়তে চাইব না। ৭ম পর্বে আমরা উম্মুক্ত আলোচনা করব। এজন্য এখন মন্তব্য দেয়ানেয়া হচ্ছে না।

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। ১ম পর্ব: Click This Link ২য় পর্ব: Click This Link ৩য় পর্ব: Click This Link ৪র্থ পর্ব: Click This Link ৫ম ও ৬ষ্ঠ পর্ব: Click This Link ৭ম পর্ব: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।