বুঝিনা মানুষ কেন এত স্বার্থপর হয়??
যে বান্ধবীর জন্য এত করলাম সেও আজ আমার সব উপকারের কথা এক বাক্যে অস্বীকার করলো।
উল টো আমাকেই যার পর নাই কত কথা শুনি য়ে দিল নি জেই অন্যায় করে।
অথচ আমি কিছুই বল তে পারলামনা।
এতটা কষ্ট লাগছে! কান্নাও থিত হয়ে গেছে।
বুকটা ভারী হয়ে আসছে।
আরেক বান্ধবীকে অনেক নোটস, সাজেশনস, এমন কি নিজ খরচে বাসায় গিয়ে পড়া বুঝি য়ে দিয়ে অনার্স, মাস্টার্স পাশ করালাম।
সেও আজ ভুলে গেছে আমাকে। বাকিদের কথা নাইবা বল্লাম।
শুধু করেই গেলাম মানুষ কে।
না পেলাম মূল্য? না পেলাম কৃতজ্ঞতা? না পেলাম সততা?
আমার ব্যর্থতা এখনও ওদের মতো হতে পারলামনা।
আর পারবো ও না কোন দিনও।
এমন একটা মানুষ পেলাম না যার উপর আস্থা রাখতে পারি।
না পরিবার, না আত্মীয়, না বন্ধু-বান্ধব? তাইতো মন থেকে আজ আরো একবার সবাইকে মুছে দিলাম।
কারন, বুঝে গেলাম ওদের..........
ভালোই হলো এখন আমি নিশচিন্ত। ওদের থেকে আমি আলাদা হয়ে গেলাম।
এখন একজনই আছে আমার, যার উপর আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা।
যাকে ঘিরেই আমার পৃথিবী।
আমার অত্বিত্ত।
আমার বেচে থাকা।
আমার এই সংগ্রাম।
যে আমার ''দীপ শিখা''
আমাকে বাঁচিয়ে রেখেছে।
যার জন্য ''লক্ষ্মী'' আলোকিত থাকতে পারে শত কষ্টের মাঝেও...
ভালোবাসি..ইইইইইইইইই ....''দীপ''...অনে----------ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।