আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...
যদি সুনীলের মত বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুজেঁ ফেরে
তোমার হাতে তুলে দেই ১০৮ টি নীল পদ্ম
তবে তুমিও কি নীলার মত কথা রাখবেনা
তুমিতো আমাকে কথাই দাও নি
তাই কথা রাখা না রাখার প্রশ্নই আসেনা
তুমি হয়তো ভ্রুকূটি ভরা বিস্ময় চোখে আমায় বলবে
পৃথিবীতে এত কিছু থাকতে কেন এই ১০৮ টি নীল পদ্ম আনলে ?
যদি জুডাসের মত তোমাকে প্রচন্ড ভালোবাসি
আর ভালোবেসে সুখ না খুজিঁ
তুমি হয়তো খুব বেশি যুক্তি দিয়ে আমাকে বুঝাতে চাইবে
এ সবই অর্থহীন, খুব বেশি অর্থহীন, অর্থহীন।।
কিংবা ফরেস্ট গামের মত একদিন ঘুম থেকে ওঠে
হঠাৎই গন্তব্যহীন ভাবে রাস্তায় দৌড়াতে থাকি
আর একদিন ক্লান্ত হয়ে থেমে যায়
তুমি হয়তো বলবে কেন বার বার ভুলে যাও তুমি কে ?
জানি আমার অন্যসব কবিতার মত এ কবিতাও তোমাকে স্পর্শ করবে না
তুমি হয়তো ঠাট্টার হাসি হেসে অখ্যাত কবির সস্তা অনুভুতি
আর্বজনা ভেবে আস্তাকুড়ে ফেলে দেবে
তবে তুমি তাই দাও, একদিন ফেলতে ফেলতে
বুড়িগঙ্গারর মত সময়ের দরিয়াও দূষিত হবে
সেদিন কি জবাব দেবে তুমি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।