আমাদের কথা খুঁজে নিন

   

কি করি কিছুই লাগে না শুধু ঘুরে বেড়াতে ইচ্ছে করে...........................................

ochena pothe hate valo lage

পথ চলতে চলতে হঠাৎ দেখি রাস্তার পাশে একটি পলাশ ফুল গাছ ,সেগাছে কত ফুল আর কিছু পাখি বসে আছে মনের সুখে।দেখে মনটা সবার ভাল হয়ে যাই।কিন্ত ফুলগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল।কারণ ফুলগুলো তুলতে পারছি না মালাগাথতে পারছি না।গ্রামের বাড়ি হলে রাস্তা দু্ই পাশের গাছগুলো থেকে ফুলকুড়াতাম ,ফুলেরবনে ঘুরে বেড়াতাম কি যে মজা হত । এখন আর হয় না । ঢাকায় কি কাজ করি কিছু্ই ভাল লাগে না, শুধু কাজ আর কাজ । এখান থেকে কবে যে ছুটি পাব তার কোন চিহ্ন পাচ্ছি না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।