আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট-৩। বৈরি আবহাওয়ার শিকার সিমান্তে অবস্থানকারিরা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

৯/৩/২০১১। (লোকাল টাইম সকাল ৮টা)কেমন আছেন সবাই, আশাকরি ভাল আছেন, দোয়া করি ভাল থাকবেন। তবে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা সিমান্তবর্তি অন্চলে অবস্থান নেয়া আমাদের ভাইগুলো কিন্তু ভাল নেই। গতকাল সকাল থেকে বিকেল পাচটা পর্যন্ত আমরা বাংলাদেশিদের সাথে পার করি।

বিকেল পাঁচটার দিকে আমরা পাহার থেকে নেমে কাছেই বাজারে এক সাইবার ক্যাফেতে যাই, মুন্নিসাহা ও কেরামত উল্লাহ ভাই তাদের অফিসে ভিডিও গুলো আপলোড করে পাঠিয়ে দেন, আমি সামুতে আপডেট লিখি। আমরা ঐ অন্চলে রাত ১০টা পর্যন্ত অবস্থান করি। সন্ধা থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা ডিনার সেরে হোটেলের দিকে রওনা হই। তখন শুরু হয় প্রচন্ড বৃষ্টি।

আমরা চিন্তায় পরে যাই পাহারের উপর খোলা আকাশের নিচে অবস্থানকারি ভাইদের নিয়ে। বৃষ্টি এতটাই তিব্রহয়ে পরে যে আমরা গাড়ি আস্তে আস্তে চালাতে বাধ্য হই। ঘন্টা খানেক ধরে চলতে থাকে এই বৃষ্টি। এবার আপনারাই চিন্তা করুন খোলা আকাশের নিচে অবস্থানকারি আমাদের ঐ ভাইদের পরিস্থিতির কথা। যাদের ছাদ হচ্ছে রিলিফে পাওয়া সস্তার কম্বল আর দেয়াল হলো প্লাস্টিকের পাটি।

এটা বুঝতে দেশবাসি ও সরকারে কষ্ট হবার কথা নয় যে এই কম্বল ও পাটি কতটা সময় এই বৃষ্টির হাত থেকে ঐ নিরাপরাধ মানুষদের বাঁচাতে সক্ষম হবে। এই চড়ম থেকে চড়মতর পরিস্থিতিতে ঐ বাংলাদেশীদের চোখ থেকে যদি এক ফোটা পানিও বের হয়, তাহলে সেটা কিসের পানি? এটা কি বাংলাদেশী হিসেবে জন্ম হওয়ার আক্ষেপের পানি???? কারন, তাদের একটি কথা এখনো আমার কানে ভাসছে, ''আমরা যদি সোদান কিংবা সোমালিয়ারও হতাম তাহলে এতদিন আমাদের এই অবস্থায় থাকতে হতো না''। গতরাতে তামমাত্রা ছিল ৬ ডিগ্রি সে.। আমার রিকোয়েষ্ট, যারা যেখান থেকে পারেন সেখান থেকেই সরকারের উপর চাপ চ্রিষ্টি করুন যেন দ্রুত তাদের ফিরিয়ে আনা হয়। এটি আমাদের একটি জাতীয়তার প্রশ্ন।

আমদের দেশে কি বিজনেসম্যান নেই, যারা নিজ দায়িত্বে ২০/৫০ জন লোককে ফিরিয়ে আনতে পারে? যদি না থাকে তাহলে গুলশান, বারিধারা, উত্তরা আর ধানমন্ডিতে ঐ বাড়িগোলো কাদের?? যাদের বারিতে কুকুর পালা হয় লাখটাকা খরচা করে। আপনারা মানব বন্ধন করুন,,, পত্রপত্রিকায় বেশি বেশি লিখার ব্যাবস্থা করুন,,, সরকারের জবাব দিহিতা করুন। এখানে হোটেলে নেট খুবই স্লো, কাজেই অনেকর কমেন্টের জবাব দিতে পারছি না। আমরা আজ লিবিয়ায় ঢুকার পারমিশনের ব্যাপারে চেষ্টা করব, দোয়া করবেন যদি পারমিশন পেয়ে যাই তা হলে আগামি কাল/পরশুর মাঝে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন,, আটকে পরা বাংলাদেশিদের জন্য দোয়া করবেন।

আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি... আল্লাহই ভাল জানেন কেমন দেখব আজ আমাদের ভাইদের। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।