আমাদের কথা খুঁজে নিন

   

জলদস্যুদের হাত থেকে জাহাজ বাঁচানোর জন্য বিশ্বের সবচেয়ে সহজ উপায়

বিশেষ তেমন কিছুই আমার নেই। সাধারন একটা মানুষ আমি।

বাংলাদেশের নাবিক সহ জাহাজ কিডন্যপের কাহিনি আমাদের সবার জানা। আসুন সেই সমস্যা থেকে উদ্ধার এর কিছু সহজ সমাধান এর নমুনা দেখি............ জাহাজের গায়ে "জলদস্যু" টাইপের ব্যানার লাগাতে পারেন।  হ্যারি পটারের চাদর দিয়ে পুরো জাহাজটিকে ঢেকে দিন।

এতে জাহাজটি জলদস্যুদের নজরেই পড়বে না।  জাহাজের গায়ে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ কথাটা লিখে রাখুন।  ডিজিটাল জাহাজ তৈরি করুন, যা নাবিক ছাড়াই চলবে।  বাংলাদেশের রাস্তার রাজা ট্রাককে ফলো করে জাহাজের গায়েও ‘১০০ হাত দূরে থাকুন’ কথাটি লিখে রাখুন।  ‘জাহাজের সবাই ছোঁয়াচে রোগে আক্রান্ত’—এমন ব্যানার টানিয়ে রাখুন।

 জাহাজের সবাই নিজেকে ত্যাজ্যপুত্র হিসেবে দাবি করুন।  ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ! এই জাহাজের সকল প্রাণীই সর্বভুক টাইপের অন্তর্ভুক্ত’ এমন পোস্টার টানিয়ে রাখুন।  জাহাজের চতুর্দিকে মৌমাছি কিংবা ভিমরুলের সুরক্ষিত বাসা তৈরি করুন।  দস্যুরা কোনোক্রমে জাহাজে উঠে পড়লে তাদের সঙ্গে মোলায়েম ব্যবহার করুন এবং ‘নিপাহ’ ভাইরাসযুক্ত খেজুরের রস দিয়ে আপ্যায়ন করতে থাকুন।  দস্যুরা আপনার জাহাজের পিছু নিলে আপনার ইঞ্জিনের কালো ধোঁয়া তাদের লক্ষ্য করে ছুড়তে থাকুন।

 এতেও যদি কছু না হয় তাহলে জাহাজ এ যাওয়া বন্ধ রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।