আমাদের কথা খুঁজে নিন

   

ড: ইউনুসের ওপর নির্যাতন - এরপর কি?



হাইকোর্ট এর রায় এ প্রমাণ হল বিচার বিভাগের কাছে সুবিচার আশা করা বৃথা। সুপ্রীম কোর্টও খুব সম্ভবত সরকারের সিদ্ধান্তকেই রাবারস্ট্যাম্প দেবে। তাহলে এরপর কি? আমরা এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেবো? ড: ইউনুসের সাথে যেটা করা হোলো সেটাকে একধরনের 'ক্রসফায়ার' বলা যায় আর এর শিকার বাংলাদেশের সবাই। আমাদের সামনে এখন একটি পথ খোলা - সুপরিকল্পিত অহিংস প্রতিরোধ। আমি আবার বলছি - সুপরিকল্পিত এবং অহিংস প্রতিরোধ।আমরা এমন কিছু দাবী করবোনা যেটা অর্জন করা বাস্তবধর্মী এবং প্রয়োগমুখী হবেনা। আমি দুটি অসম্প্রদেয়(non-negotiable) দাবির প্রস্তাব রাখছি : ১) সরকার অবিলম্বে ড: ইউনুসকে গ্রামীন ব্যাংকে পুনর্বহাল করবে এবং ত্রুটিস্বীকার করবে। ২) সরকার বাংলাদেশের অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের পরিচালককে অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দেবে। সবাইকে বলছি - আপনারা এই কর্মপ্রক্রিয়া পরিকল্পনায় এবং বাস্তবায়নে অংশগ্রহণ করুন! facebook dot bangladesh at gmail dot com twitter: Jago_Bangladesh

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।