আমাদের কথা খুঁজে নিন

   

কেন, অধরা?

আমি মুক্ত চিন্তাধারার মানুষ

বল, কী ছিল তোর মনে- আমিতো তখন একান্ত নির্জনে, নিরেট অবসরকে খন্ডিত করার চেষ্টায়, নিস্তেজ জীবনের অমৃত তেষ্টায়- ধ্বসিয়ে দিচ্ছিলাম নিজেকে। বল, তুই কেন এলি হেঁটে- আমিতো জীবনের তাল, লয়, সুর কেটে, নিস্পৃহ হয়ে ধোঁয়াটে জাল বুনি, নিঃসঙ্গতায় নিরাশার ডাক শুনি- অদৃশ্য পাপে মনটাকে রাখি ঢেকে। কেন, তুই মনটাকে গেলি ছুঁয়ে- আমার সকল আঁধার কেটে গেল এক ফুঁয়ে, মন উচ্ছলতায় নেচে ওঠে বারেবারে, সুর বেজে ওঠে বিনাতারে- বসন্ত দিনের সরেণু বাতাস বয়। এখন, তুই চলে গেলি দূরে- আমায় স্বর্গে তুলে আবার ফেললি ছুড়ে, আমার ঠোঁটে-জিহ্বায় চাঁদের মত খরা- আমার মনে ও শরীরে বৃদ্ধের মত জরা- এ কেমন হল? এমনই কি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।