আমাদের কথা খুঁজে নিন

   

১৮+ জোক (বড় বাচ্চাদের জন্য)

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

একজন শ্বেতাঙ্গ ফাদার প্লেনে করে আমাজন জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ প্লেনটি যান্ত্রিক গোলোযোগের কারণে ক্রাশ করে আমাজনের মধ্যে। জ্ঞান ফিরলে ফাদার দেখতে পান- তিনি কতগুলো কুচকুচে কালো জংলী পরিবেষ্টিত হয়ে আছেন। সবাই তাঁকে চ্যাংদোলা করে জংলী রাজার কাছে নিয়ে যায়। রাজা সব শুনে ফাদারকে জিজ্ঞেস করেন: "বল, হে অনধীকার প্রবেশকারী, তোমাকে কি কারণে মৃত্যুদন্ড দেয়া হবে না?" ফাদার বলে উঠলেন, "ওহে রাজা, আমি ঈশ্বরের পূজারী।

ঈশ্বর যদি আমার ভাগ্যে মৃত্যু লিখে থাকেন, তাহলে হবে। আমি ঘাবড়াই না। " রাজা বললেন, "তোমাকে তো ভাল লোকই মনে হয়। তোমাকে মৃত্যুদন্ড দেবো না। তুমি আমার গ্রামে থাকো, সবাইকে ধর্মকর্ম শেখাও।

কিন্তু, খবরদার! আমার বউ এর দিকে চোখ তুলে তাকাবে না। তাহলে তুমি শেষ!" তার ঠিক ১১ মাস পরে রানী একটা ধবধবে সাদা বাচ্চা প্রসব করলেন। তার পরের দৃশ্য: ফাদার ছুটছেন। রাজা একটা রাম'দা হাতে নিয়ে ছুটছেন ফাদারের পেছন পেছন। এভাবে বনের পর বন, মাঠের পর মাঠ পার হয়ে যায়।

দু'জনেই ক্লান্ত। দাঁড়িয়ে পড়লেন একটা মাঠের মাঝখানে গিয়ে। মাঠ ভর্তি গরু। ফাদার বললেন, "দেখো! আমি তো বলেছি, সব ঈশ্বরের ইচ্ছা। এই যে দেখো, এখানে এতগুলো সাদা গরুর মধ্যে মাত্র দু'টো কালো বাছুর।

এটাও তো ঈশ্বরের ইচ্ছা, নাকি?" রাজা আমতা আমতা করে বলেন, "দেখো, তোমাকে আমি মাফ করলাম। কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করো, যে তুমি কাউকে বলবেনা, যে এখানে দু'টো কালো বাছুর দেখেছো। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।