আমাদের কথা খুঁজে নিন

   

কি আর করা!!! বরং নারীবাদী নারীদের শুভেচ্ছা।

http://www.facebook.com/Kobitar.Khata

আমার মা, বোন, খালা, ফুফু, ভাতিজি, ভাগনী আমার কাছে প্রতিদিন যেমন আজো ঠিক তেমনই আছে। তাদেরকে আমার আলাদা ভাবে কখনো মনে হয়নি তারা নারী। তারা মানুষ আমিও মানুষ। পার্থক্য হলো প্রকৃতি গত ভাবে অন্যন্য প্রাণীর মতো মানুষও দুটি লিঙ্গে বিভক্ত। ওরা নারী, আমি পুরুষ।

দুয়ে মিলে আমরা মানুষ। পথ চলতে চলতে যদি কখনো কোন কোমল রমণীর মুখ হৃদয়কে একটু নাড়িয়ে দেয় তবে সেই নাড়াও একজন মানুষের জন্য। আমিতো আর অন্য কোন প্রাণীর প্রতি শারীরিক ও মানসিক আকর্ষণ বোধ করিনা। সুতরাং আমি যেমন পুরষবাদী না তেমনি নারীবাদীও না। আমি মানববাদী।

এরপরও কিছু নারী বছরের ৩৬৫ দিনের একটি দিন তাদের নিজেদের বলে দাবী করছে এবং সেই দিনটিকে নারী দিবস হিসেবে পালন করছে। আর তাদেরকে এই দিবস পালন করার জন্য ইন্দন দিচ্ছে কিছু বহুজাতিক কোম্পানী ও কর্পোরেট প্রতিষ্ঠান। তাদের স্বার্থ তারা এই দিনটিকে কেন্দ্র করে বাড়তি দু'পয়সা কামিয়ে নিতে পারবে। এই দেশে যে কোন দিবসই এখন উৎসব, এমনকি ২১শে ফেব্রুয়ারীও। আর এই দিবসগুলো অনেকের কাছে দু'পয়সা কামিয়ে নেয়ার মোক্ষম সময়।

কিছু নারীবাদির কথা শুনলে মনে হয় নারি ও পুরুষ দুটো আলাদা গোত্রের প্রাণী। কিন্তু তারা এমন ভাবে কেন? আমার কাছে যা মনে হয় কিছু নারী ব্যাক্তি জীবনে অসুখী ওয়ার কারণে সব নারীকেই তাদের মতো মতো ভাবে। তাই তারা এমন কিছু করে সান্তনা খুঁজে পায়। এই কালচার একবার যেহেতু চালু হয়েছে তা চলতেই থাকবে। তাদের বন্ধ করার কথা বললে বরং উল্টো বিপদে পড়ার সম্ভাবনা আছে।

তার থেকে থাক না তারা তারে মতো। বরং তাদের নারী দিবসের শুভেচ্ছা!!! তাদের মনোবাসনা পুর্নহোক। তারমানে তারা বছরের বাকি ৩৬৪টি দিনই পুরুষকে দিয়ে দিল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।