আমাদের কথা খুঁজে নিন

   

নারী--পরের বাড়ির ঝি

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

পরের বাড়ির ঝি আমার নিজের জন্য আছে কি ? নিজের বাড়ি যেটাকে ভাবি পরের দখলে তার সবই। ঝি আমি বউ হলাম সর্বক্ষণের দাসী সাজলাম। মা-চাচীর শিক্ষা এই পরের জন্যে যেন নিজকে বিলাই। বাড়ির বউ, স্বামীর স্ত্রী, সন্তানের মা কোথাও আর নিজকে খোঁজে পাইনা। নিজকে তাই নিজেই প্রশ্ন করি আমার তবে কোনটা বাড়ি? বাপের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি কোনোটাই নয় আমার বাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।