আমাদের কথা খুঁজে নিন

   

কোয়ান-১। (পানি ধীরে ধীরে গরম হয়, তবে হঠাৎ ফুটে উঠে)

এসো নীপবনে ইমন জুবায়ের ভাইয়ের পোস্ট ঘাটতে যেয়েই প্রথম পরিচয় হয় 'জেন' সম্পর্কে। জেন (Zen) হলো বুদ্ধের অনুসারী জাপানি সন্ন্যাসীদের দর্শণ। আর এই দর্শণের কিছু অনুশীলন (Practice) আছে। সেগুলো কে বলে কোয়ান (Koan)। কোয়ান হলো এক ধরনের গল্প, প্রশ্ন বা বিবৃতি।

জাপানে কোয়ান (Koan) বলা হলেও চীনে এর উচ্চারণ গোয়ান (Goan)। আসুন আজ একটি কোয়ান জানা যাক। কোয়ান-১ঃ পানি ধীরে ধীরে গরম হয়, তবে হঠাৎ ফুটে উঠে। আমরা প্রাকৃতিক ঘটনা গুলোর উপর প্রভাব খাটাতে পারি না। প্রতিটি ঘটনাই ঘটছে তার নিজস্ব 'সঠিক' সময়ে।

এই প্রক্রিয়াটি ঘটে অত্যন্ত ধীরে ধীরে, মাঝে মাঝে আমরা অধৈর্য্য হয়ে পরি কেননা তা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়ে নিতে পারে। তবে পরিবর্তন ঘটে হঠাৎ। তাই কাউকে জোর করে জাগানো যায় না। তবে সব সময় তাকে উৎসাহ দেয়া যায়। যেমন বীজ বপনের পর তার নিজস্ব সময়েই সে বের হয়ে আসে।

এই কোয়ান গুলো অনুশীলন করেই একজন বৌদ্ধ জেন সন্ন্যাসী হতে পারেন। সবাই কে শুভেচ্ছা। ভালো থাকুন। সুখী থাকুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।