এলোমেলো এলোমেলো....
Lampost-গুলো ক্রমশঃ পিছে পরে যায়
ধূমায়িত পথ ধরে এগিয়ে যাই, Lampost পিছে পরে যায়...
তার চোখ আমি দেখেছিলাম
চারদিকে গাড়ির হর্ণ ইন্জিনের শব্দ ট্রাফিক পুলিশের বাঁশি
তবু আমার না বলা কথার মত নিরবতায়
Lampost-গুলো ক্রমশঃ পিছে পরে যায়
তারপর হারিয়ে গেল পথের বাঁকে ক্ষণিকের দু'চোখ
যেন মহাকালের ওপার থেকে- অচেনা মহাকাল
Lampost-গুলো ক্রমশঃ পিছে পরে যায়
তবু আমার স্বাদের Lampost আমাকে আলো দেয় না
ম্লান আলো আঁধার আরও কালো করে দেয়
তারচেয়ে আরও কালো Lampost'র ছায়া গুনে গুনে
ঘুমিয়ে গেছি যেন কতকাল আগে, কতকাল আগে
বদ্ধ ঘরের আঁধারে উপর থেকে নেমে আসে কেউ
আর ছুয়ে যায় আমায়
চোখ বন্ধ করে অনুভব করি সে অনুভূতি
নির্জন অনুভূতি । এ কেমন অনুভূতি ?
আমি তাকে ধরতে চাই, তার মুখটা দু'হাতে ছুয়ে দিতে চাই
কিন্তু সে নেই - চোখ খুললেই সে নেই
স্বাদের Lampostপিছে পরে যায়, আলো দেয় না
তবু বদ্ধ ঘরের একটি জানালা- এক চিলতে আলো এসে পরে
অনেক কাল ঘুমিয়েছি- অনেক ঘুম হয়েছে
আলোর পৃথিবীতে নিঃসঙ্গতা নেই, নিঃসঙ্গ ভাবনা নেই
জেগে উঠি আমি অন্য মানুষ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।