আমাদের কথা খুঁজে নিন

   

মডুরা আমার গলা টিপে ধরছে!!!

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে।

ব্লগ পড়তে পড়তে শখ হইলে লিখতে। করলাম রেজিঃ খাইলাম ধরা। আমারে কয় আমি নাকি নিরাপদ ব্লগার না, কন তো আমি কি অন্য কারো ক্ষতি করছি যে আমি নিরাপদ ব্লগার না। যাইহোক মনে ব্যাপক কষ্ট নিয়া চুপ কইরা থাকলাম, ভাবলাম মাত্র ৭দিন দেখতে দেখতে চইলা যাইবো, কিন্তু মডুদের সাত দিন যে ৩০দিনে তা জানতাম না।

অবশেষে আমি জেনারেল পদবী পাইছি, এখনো নিরাপদ পদবী পাইনাই। কি কমু দুঃখের কথা রেজিঃ করার পর থিকা মডুরা যে আমার গলা টিপা ধরছে, আর কিছুদিন হইলে তো মারাই পরতাম। আমি কারো পোষ্টে মন্তব্য করতে পারি না, কেউ আমার লেখা দেখতে পায় না। তখন আমি ভাবলাম আমার নাম অদৃশ্য বালক তাই মনে হয় আমার লেখাও অদৃশ্য হইয়া গেছে। যাইহোক অবশেষে মডুরা আমার গলা ছাড়ছে তাই আপনাদের সাথে কথা বলতে পারতাছি, আজই প্রথাম দিন তাই বেশি কতা কইলে আবার গলা টিপা ধরতে পারে।

ভালো থাকবেন সবাই। ধন্যবাদ মডু...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.