আমাদের কথা খুঁজে নিন

   

করি ধর্ম বেচাকেনা

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়। মনের ভেতর অচিন পাখি, ধর্ম আমি খুঁজে না পাই, খুঁজে পাই আমার জাতের নামে বজ্জাত। মনের ভেতর অচিন পাখি, করি ধর্ম বেচাকেনা, যখন লাগে কাজে, করি সদ্ব্যবহার। মনের ভেতর অচিন পাখি খুঁজে পাই ধর্মÑস্বার্থে আমি মোল্লা, মেড ইন পাকিস্তান। মনের ভেতর অচিন পাখি স্রষ্টার কাছে প্রার্থনা, এমন আমায় করো না মানবতার কাছে আমি মহান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।