আমাদের সবাই কে এই রোধ এক্সসিডেন্ট এর মত অকাল মৃত্যুর হাত থেকে অনেক প্রান কে বাচানোর জন্য কিছু একটা করা উচিত। আপনি ভাবুন কেন এই রোধ এক্সসিডেন্ট হবে ? কেন ? চুরি , দূরনীতি হতে পারে , কারন খারাপ মানুষ টাকার জন্য অন্যের ক্ষতি করে নিজের সুবিধা হাসিল করে। আর জন্য আইন করে , পুলিশ দিয়ে হয়ত সমাদান যায় কিন্তু একটু ভাবেন এই রোধ এক্সসিডেন্ট এ কি কেউ কোন সুবিধা হাসিল করছে, সুধু কিছু অসচেতনার কারনে , ড্রাইভার দের সঠিক প্রশিক্ষনের অভাবে এই অকাল মৃত্যুর ঘটনা ঘটে চলছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি আর আফসোস করছি। এইটাই কি এর সমধান প্লিস বন্ধু রা আপ্নারাই বলেন। আসুন না আমরা আমাদের মূল্যবান চিন্তাদ্বারা বুদ্দি দিয়ে কিছু একটা করার চেষ্টা করি। জানি না আপনি কি ভাবেন , সেই মায়ের কথা একবার ভাবেন জার সন্তান আজ গ্রাজুয়েত ডিগ্রী নিতো। যদি তিন দিন আগে তার সন্তান মারা না যেত। খুবই কষ্টের । আমিতো মনি করি জাস্ট একটু সচেতন হই, আর এই কথা মাথায় সময় এর চেয়ে জীবন এর দাম অনেক অনেক বেশি। আপ্নেরা কি মনে করেন ব্ন্ধু রা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।