আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনুসের মত বহিস্কার হওয়া বিখ্যাত ব্যাক্তিরা!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

সম্প্রতি ড. ইউনুসকে গ্রামীন ব্যাংক থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু তার মত আরও অনেক বিখ্যাত মানুষদেরও নানা অপবাদে বহিষ্কার করা হয়েছে। তাদের সম্পর্কেও একটু জ্ঞ্যান রাখা আবশ্যক না? জর্জ আরচার শিঃ অসবর্ণের রয়েল নেভাল কলেজ থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ পোস্টাল অর্ডার চুরি করেছেন। শাস্তি পেতে হয় তাকে।

কিন্তু ২ বছর পরই প্রমান হয় সে নির্দোষ ছিল। বেনিতো মুসলিনিঃ ইতালির এই বিখ্যাত স্বৈরশাসক ছোট বেলা থেকেই একটু স্বৈর টাইপের ছিলেন। স্কুলের স্যার বেত দিয়ে বাড়ি দেয়ায় তার দিকে কালির দোয়াত ছুড়ে মারেন। একবার এক সহপাঠীর নিতম্বে ছুরি মেরে বসলেন। ফলশ্রুতিতে, তাকে স্কুল থেকে বহিষ্কার করা হল।

হারস্টঃ আমেরিকান এই বিখ্যাত প্রকাশক তার প্রত্যেক শিক্ষককে একটি করে প্রস্রাবের পটি পাঠিয়েছিলেন, আর প্রত্যেক পটিতে অলংকরণ করেছিলেন সেই শিক্ষকদের নাম আর ছবি। এই জন্য তাকে হার্ভার্ড থেকে বের করে দেয়া হয়। সারাহ বারনহারডটঃ ফরাসী এই অভিনেত্রীকে প্যারিসের একটি ক্যাথলিক স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল। তার অপরাধ ছিল- বিশপের সাথে ফান করা, সেনার দিকে পাথর ছুড়ে মারা, এবং এক সেনার সাথে রাত কাটানো। আইজ্যাক নিউটনঃ পড়াশোনায় বিশেষ করে ম্যাথে দুর্বল থাকার কারনে তাকে এক শিক্ষক যাচ্ছে তাই বকেছিলেন আর ক্লাস থেকে বের করে দিয়েছিলেন।

কিন্তু আজ তারই দেয়া ক্যালকুলাস,গতিসুত্র ছাড়াও অন্যান্য অবদানের উপর ভিত্তি করেই বিজ্ঞান এগিয়ে চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।