আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনূসকে অপসারণ, এটা কি ক্ষমতার অপব্যাবহার নয়?????????????

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী

গ্রামীণ ব্যাংক নিয়ে সাম্প্রতিক ঘটনাবলিতে ব্র্যাকের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গতকাল শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তারা দেশের প্রায় ৮৩ লাখ সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যাপারে যেকোনো ব্যবস্থা নেওয়ার সময় এসব গ্রাহকের কল্যাণ ও প্রতিষ্ঠানটির অব্যাহত অগ্রগতির দিকটির প্রতি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া জরুরি।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, ড. ইউনূস বা গ্রামীণ ব্যাংকের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগের প্রতি লক্ষ রাখা হবে। এবং যথাযথ প্রক্রিয়ার অভাব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তার দিকেও নজর রাখা হবে। ’ বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে হঠাৎ করে অপসারণ এবং পরিচালনা পর্ষদ ও সরকারের মধ্যে আইনি লড়াইয়ের ফলে গ্রাহকদের আস্থা কমে গিয়ে প্রতিষ্ঠানটি বিপর্যস্ত হতে পারে। তা যাতে না হয়, সেদিকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে অত্যন্ত সতর্কতার সঙ্গে ও পরিকল্পিতভাবে মুহাম্মদ ইউনূসের একজন উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় যথাযথ সময় এবং প্রতিষ্ঠানটিকে স্থিতিশীলতা দেওয়া দরকার।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জাতীয় উন্নয়নে সরকারের সহায়ক ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনগণের জীবনমান উন্নয়নে ক্ষুদ্রঋণের ভূমিকা আজ প্রমাণিত। গ্রামীণ ব্যাংকের মতো ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অন্যান্য প্রচলিত উন্নয়ন সংস্থা থেকে ভিন্নতর। তাদের সবচেয়ে বড় অবলম্বন জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন। এই আস্থাকে কোনো অবস্থাতেই ছোট করে দেখার উপায় নেই।

কারণ এই আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপকহারে সদস্যদের সঞ্চয় প্রত্যাহার, ঋণের অর্থ পরিশোধে অনীহাসহ নানা জটিলতা প্রতিষ্ঠানটির বিপর্যয় ডেকে আনতে পারে। এখন কথা হল ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এছাডও বাংলাদেশের নোবেল বিজয়ী অন্যতমতম একজন ব্যক্তিত্ত। নোবেল জয়ের পর তাকে সরকারের পক্ষ অনেক সম্মাননা দেওয়া হয়, কিন্তু যখন সে নিরবাচন করার কথা ঘোসনা করেন তখন এই সরকারের পক্ষ থেকেই প্রচার করা হয় সুদখোর গরিবের রক্ত চোশা আর এখন তার পদ থেকে তাকে অপসরন করা হল। এতে করে যেমন দেসের সম্মান ক্ষুন্ণ হল। তেমনি ড. ইউনূসের প্রতি চরম অন্যায় করা হল।

হয়তো কয়েকদিন পর দেখা যাবে গ্রামীণ ব্যংকের নাম পরিবত্নন করে রাখা হয়েছে বঙ্গবন্দু ব্যাংক। এমনিতে দেশের মানুষ অনেক সুখে আছে সবকিছুর দাম কম,,,,আইন শৃংখলার চরম উন্ণতি,,,,উন্ণয়নের জোয়ারে দেশের মানুষ ভাসছে,,,,, ড. ইউনূসকে অপসারণ করাও কি সরকারের উন্ণয়ন মুলক কম্ কান্ডের ধারাবহিকতা??????????????? নাকি প্রতিষ্ঠিত প্রতিতিষ্ঠান বিধায় গ্রামীণ ব্যংকের নিয়এন নিজেদের কবজায় নেওয়া???????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।