আমাদের কথা খুঁজে নিন

   

ভাললাগা-ভালবাসা

আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......
ভালবাসি কৃষ্ণচুড়া শিমুল পলাশ শিউলী কদম কেয়া আর কাশ । ভালবাসি সীমান্তহীন নীল সাগর নদী আর খালবিল । ভালবাসি সারাদিন করতে ফানি ভাললাগে দেখতে হাসিমাখা মুখখানি । ভালবাসি সবার কাছে হতে অচেনা ভাললাগে পাড়ি দিতে পথ অজানা । ভাললাগে মনে মনে ঈগলের মতো আকাশে উড়তে ভালবাসি একা একা সবুজ মাঠে হাটতে ।

ভালবাসি দেখতে দিবা স্বপ্ন ভাললাগে স্বপ্ন নিয়ে থাকতে আচ্ছন্ন । ভাললাগে দেখতে ধু ধু মরুভূমি ধুলির ঝড়ে ভেসে যাবো এই আমি । ভাললাগে ভাল কাজে করতে প্রচেষ্টা অনন্তকে জানার যে আমার বড় তেষ্টা । ভাল লাগে ভাবতে আমি বাঙালী ভাটিয়ালী জারি সারি গানের আমি কাঙালী । ভালবাসি বসে থাকতে হয়ে উদাসীন ভাল লাগে জেগে দেখতে স্বপ্ন রঙীন ।

ভাল লাগত হতাম যদি ভবঘুরে লোকালয় ছেড়ে যেতাম অনেক দুরে । ভালবাসি আমার দেশের মাটি যেথায় ফলে ফসল সোনা খাটি । ভাললাগে ভাবতে আমি সবার গুরু উপদেশ দিয়ে করতাম আমার পান্ডিত্যের শুরু । ভালবাসি শুনতে ছবি আমাদের বস মনে মনে ভাবি আমার কত খ্যাতি যশ । ভালবাসি নির্জন রাত্রি.. চারিদিক যখন থাকে শান্ত দেহখানি এলিয়ে দেই ইজিচেয়ারে যখন থাকি ক্লান্ত ।

ভাল লাগত আকাশটাকে যেত যদি ছোঁয়া ভাল লাগে এই ফাল্গুনের মাতাল হাওয়া । ভাল লাগে দেখতে মেঘ-রুদ্দুর লুকোচুরি খেলা ভালবাসি রাতের আকাশের তারার মেলা । ভালবাসি আছে যত মানুষ আলোকিত ভাল কাজে যারা সমাজে হয় আলোচিত । ভাল লাগে ক্লান্ত পথিকের মত বটের ছায়ার বসতে ভাল লাগে উদাস মনে নিজের কথা ভাবতে । ভালবাসি বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে ভাললাগে রংয়ের দুনিয়ায় মনে মনে ঘুরতে ।

ভালবাসি আমি আমার প্রজন্ম ভালবাসি দেখতে সুন্দর স্বপ্ন । ভালবাসি আঁকতে ছবি ভালবাসি সকালের উদয় হওয়া রবি । ভালবাসি তা-সীন+তা-মীম ভালবাসি তাদের নিয়ে দেখতে স্বপ্ন অসীম । ভালবাসি আমি আমার দেশকে ভালবাসি দেশের মানুষকে । আমার ভাললাগার কেচ্ছা এখানেই শেষ সবার যদি লাগে ভালো আমার লাগবে বেশ ।

(অ:ট: তা-সীন+তা-মীম আমার দুই ছেলে বয়স ৭+৩)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।