তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
সকালের নিয়মিত অফিসিয়াল মিটিংয়ে বসেছিলাম। মিটিংয়ের মধ্যে পরিচিত নম্বর না হলে সাধারণত টেলিফোন রিসিভ করিনা। একটা অপরিচিত মোবাইল নম্বর থেকে বারবার ফোন আসছিল। রিসিভ করতেই অতিপরিচিত সেই কন্ঠস্বর। আমাদের সহকর্মী শারমিন আপা কথা বলছেন, কিন্তু কাঁদো কাঁদো স্বর।
গতকাল তার ছোটভাই মটরসাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত। এসএসসি পরীক্ষার্থী ইয়ামিনের (১৬) সম্ভবত একটি পা কেটেই ফেলতে হবে। তবে এখন এই কিশোরের জীবন বাঁচানোই বড় প্রশ্ন হয়ে দেয়া দিয়েছে। ঢাকার পঙ্গু হাসপাতালে তার অপারেশনের সব আয়োজন সম্পন্ন। কিন্তু তার জন্য দুই ব্যাগ এবি পজিটিভ রক্ত এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি।
ইতোমধ্যে বাধন, সন্ধানীতে যোগাযোগ করা হয়েছে। তারাও দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দেয়া আশ্বাস দিয়েছে। তবে এখনও পাওয়া যায়নি এক ব্যাগ রক্তও।
প্রিয় ব্লগার ভাই-বোন-বন্ধুরা, ইয়ামিনকে বাঁচাতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
আরও তথ্যের জন্য ফোন করুন: ০৯১৫২৩০৯৭৯
এবং
০১৭২৪৫২০৫১৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।