আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় কাঁদা



কেদোঁনা কেদোঁনা ভাইরা আমার, কাদিঁয়া হবে কি লাভ, কাদিঁয়া যদিরে দু:খ ঘুচিত, কাদাঁকে ডাকিতাম বাপ। আমিতো কাদিঁনা, কাদিঁয়া বেড়াইনা, দু:খত আমারও আছে, আমিতো জানি, কতযে দু:খ, ঘুড়িয়া বেড়ায় পাছে। সেদিনের সেই ক্ষুদ্র চিত্র, আজো যদি ভাবি একা, মনে হয় যেন, ফুল্কি এসে, দিয়ে গেলো মোরে ছেকা। শত দাগ আর শত বঞ্চনা, মনে গেথেঁ রেখে সারাদিন, ঘুরে ফিরে একা, দূর করে সব, আজো আমি অমলিন। আজো মুখে হাসি, ঢেউ খেলে যায়, দেখ দেখ একবার, দু:খ মোরে কাদাঁতে পারেনা, আমিও কাদিঁনা আর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।