আমাদের কথা খুঁজে নিন

   

এই পুস্টখান ব্লগার জাহাজী পুলার লাইগা।আমার সামনে মূলা ঝুলায় রাখা হইল ক্যান??? জাতি জবাব চায়।

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন

বহুকাল আগে আমগো পিরিঞ্চ বাই সামুতে ব্যান খাইছিলেন। বেচারা সামুতে আইছিলেন সরল মনে পাত্রী খুজতে আর পুলাপান কিনা তারে লুল কইয়া, রিফ্যুত কইরা সোলেমানী ব্যান খাওয়াইয়া দিল। আমগো পিরিঞ্চ বাই আছিলেন দেখতে এক্কেরে পিরিঞ্চের লাহান। তার উপ্রে আবার নাভানার সিভিল ইঞ্জিনিয়ার। ব্যাপক তার ইঙ্কাম(কত তা অবশ্য জানিনা)।

সব দিক দিয়া এক্কেবারে আদর্শ পাত্র(!!!)। তিনিই যেখানে ব্যান খাইয়া গেলেন পাত্রী খুজতে গিয়া, সেইখানে আমার লাহান ম্যাংগো পিপুল কুন ছাড়??? : তাহলে কি আমার মত ব্যাচেলর(যারা কিনা পিরিঞ্চ বাঈয়ের কাছে অতি তুচ্ছ, নগন্য) তাদের কি কিছু হবে না? হবে। হতেই হবে। আশার আলো হয়ে এলেন ব্লগার ফারা তন্বী । তার পাত্র চাই পুস্টে আমি পেলাম একজন আদর্শ পাত্রের গুণাবলীর বিবরণ।

গুনগুলো হলঃ ১.ছেলেকে অবশ্যি অবশ্যি বোবা হইতে হবে। (সুবিধা: তাইলে আমার সাথে ঝগড়া করতে পারবেনা) ২.তাকে অবশ্যই বয়রা হইতে হবে (সুবিধা:আমি সারাদিন বকবক করুম সে শুনতে পাবেনা,এটা তারও সুবিধা) ৩.তার কমপক্ষে একটা পা ল্যাংড়া থাকতে হবে (সুবিধা: আমি তারে যতই বিরক্ত করি সে আমারে দৌড়ানি দিবার পারব না ) ৪. যে কোন মূল্যে তার কানা হইতে হবে,। (সুবিধা:আমি সারাদিন ব্লগিং করলেও টের পাইব না ) এর মধ্যে ১ আর ২ আমার মধ্যে বিদ্যমান। কিন্তু ৩ আর ৪ তো নাই। কি করি?আশার আলো হিসেবে পেলামব্লগার জাহাজী পোলাকে ।

তিনিই আমার ঘটকালীর দায়িত্ব নিলেন। যদিও তার দেখানো পাত্রী শ্বশানে বসে ভায়োলিন বাজায় আর আমিও তাকে দেখে ভয় পাইছিলাম ,তবুও আমার আশা ছিল এক্মাত্র জাহাজী ভাই-ই পারবেন আমার মনের মানুষ্কে খুজে দিতে। কিন্তু এইটা কি হিল??? জাহাজী বাই ব্লগার কালোকাকের পুস্টে গিয়া নিজের জন্যি পাত্রী খুইজা নিলেন আর আমি অহনও একা। আমার সামনে এইভাবে মূলা ঝুলায়া রাখা হইল কেন??? জাতি জানতে চায়। বিস্তারিত জানতে এই পুস্ট দেখেন অহন আমার কি হপে রে??? আমি এখনো একা।

জাহাজী বাই, আপ্নে কই??? আমার লাইগা কিছু করেন। আমি বিয়া করতাম চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।