আমাদের কথা খুঁজে নিন

   

গেল গেল রব বন্ধ হোক। ওয়েষ্ট ইন্ডিজ বাংলাদেশ থেকেও কম রানে আউট হয়েছিল।

http://www.facebook.com/Kobitar.Khata
পাকিস্তান,ভারত, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে কম রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজের নিকট ৫৮ রানে অল আউট হয়েছে। নিঃসন্দেহে বাঙ্গালী জাতির জন্য একটি হতাশার দিন। খুব বেশী হতাশার কারণ এই ম্যাচটি নিয়েই আমাদের সবচে বড় আশা ছিল। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ দেখার পরই এই ম্যাচটি ছিল সবার টার্গেট।

অথচ... কিন্তু বাংলাদেশের এই পরাজয়ের পর যা হয়েছে তা শত গুন বেশী হতাশার। অনেকের আচরণ দেশে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের এখানেই শেষ। আমি বলব তাদের ক্রিকেট জ্ঞানটাই সীমিত। কারণ ঐদিন যা হয়েছে তা রোজ রোজ হবেনা এটা বুঝতে হবে। যে কোন দলের এমন দিন আসতেই পারে।

খুব বেশী দিন আগের কথা নয়, ২০০৪ এ এই ওয়েষ্ট ইন্ডিজ মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকার সাথে। তারমানে তারা বাংলাদেশের থেকেও চার রান কম করেছিল। অথচ সেই ওয়েষ্ট ইন্ডিজ আমাদের ধসিয়ে দিয়েছে। আমরাও নিশ্চয় ভবিষ্যতে কোন দলকে এমন করে ধসিয়ে দেব। এটাই ক্রিকেট।

বাংলাদেশের থেকে কম রানে হারার আরো ১০টি রেকর্ড আছে। সেই তালিকায় ভারত(৫৪), পাকিস্তান(৪৩), শ্রীলংকা (৫৫) , ওয়েষ্ট ইন্ডিজের(৫৪) মতো দল আছে। সেই সব ইনিংসের কারণে কি সেই দেশের ক্রিকেট শেষ হয়ে গেছে? কাই, এই ইনিংস গুলোর কারণে তো কোন দেশ অন্য দেশের গাড়িতে ঢিল ছোড়েনি? তাহলে আমরা কেন এমন অসভ্য আচরণ করতে গেলাম? আশা করি উগ্র সমর্থকেরা অচিরেই নিজেদের ভুল সুধরে নেবে। বাংলাদেশ ৫৮ রানে আল আউট হওয়াতেও তাদের সাথেই আছি। ২০ রানে অলআউট হলেও তাদের সাথেই থাকব।

৫০০ রান করলেও তাদের সাথে থাকব। এগিয়ে যাও বাংলাদেশ। তোমাদের জন্য সতত শুভকামনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।