আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যান-লরি চলাচলে বাধা নয়: হাই কোর্ট


বৃহস্পতিবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
গত সোমবার ঈদের আগে ও পরে মোট সাত দিন কভার্ডভ্যান ও ট্যাংক লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রিট আবেদনকারীর আইনজীবী সাইফুদ্দিন মো. আমিনুর রহিম চন্দন বলেন, “হাই কোর্টের এই আদেশের মানে হচ্ছে, সরকারকে এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে আইন করতে হবে। প্রশাসনিক আদেশে এটা করা যায় না। ”
আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছে।


রুলে ঈদের আগে চার দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও কভার্ডভ্যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
যোগাযোগ সচিব, রেলওয়ে সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, আইনজীবী সাইফুদ্দিন মো. আমিনুর রহিম চন্দন সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
বাংলাদেশ পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আমান উল্লাহ আমান বুধবার হাই কোর্টে রিটটি দায়ের করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।