মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!
কৌতুক-৬ (হাজী ও আলহাজ্ব-এর মধ্যে পার্থক্য)
হজ্ব সেরে ফিরলেন এরশাদ সাহেব।
তার নামের পূর্বে আগে থেকেই কিছু উপাধি যুক্ত ছিল, এবার আরো একটি বাড়লো। তিনি হয়ে গেলেন আলহাজ্ব এরশাদ।
একজন বেয়াড়া প্রশ্ন করেই বসল।
: স্যার, আগে তো দেখতাম যারা হজ্ব করে তারা নামের পূর্বে হাজী লাগায়। আপনি লাগালেন আলহাজ্ব। হাজী ও আলহাজ্ব-এর মধ্যে পার্থক্য কি?
: বিব্রত এরশাদ সাহেব বললেন, "কোনই পার্থক্য নেই, একই বিষয়"।
পাশ থেকে আরেকজন বলে উঠল, " না পার্থক্য আছে। যে ব্যক্তি নিজ খরচায় হজ্ব করেন, তিনি হলেন হাজী, আর যে ব্যক্তি রাস্ট্রের খরচায় হজ্ব করেন, তিনি হলেন আলহাজ্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।