The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for
পাখি ,গাছ ,মাছ ,ফুল আমার খুব পছন্দের ....পাখি দেখলে ইচ্ছা করে চেপে চেপে আদর করি কিন্তু ভর্তা হয়ে মরে গেলে তো শেষ .. যাই হোক এমন কিছু পাখি আছে আমি কোনদিন দেখি নাই ..... ছবি দেখেছি ... আপনারাও দেখুন আজব কিছু পাখির ছবি... অবশ্যই সব পাখিগুলি সুন্দর আর ভর্তা করতে ইচ্ছা করে ..........।
কিছু কিছু পাখিরা বছরে তাদের রূপ পরিবর্তন করতে পারে .. ওরা নিজেদের পালক পরিবর্তন করে নতুন রূপে প্রকৃতিতে ঘুরে বেড়ায়... বছরে 2/3 বার তারা এটি করতে পারে..... কিন্তু কোনো নির্দিষ্ট সময় না.. অনেক সময় একি রকম অল্প বয়স্ক পাখিদের আর এ্যাডাল্ট পাখি কে চেনা যায় না.... একই পাখিকে দেখে আমরা আকস্শিক ভাবে বোকা হয়ে যেতে পারি..। এইসব পাখিদের mystery bird বলা হয়. আসুন দেখে নেই পাখিদের রূপ পরিবর্তন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।