আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়া+আবদুর রহমান+সরকার=???

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।
গত কয়েকদিন ধরেয় দেখছিলাম রাব্বানীর মনটা কেমন উদাস উদাস! সমস্যাটা কি বুঝতে পারছিলাম না,আমার সাথে এত ভাল সর্ম্পক অথচ আমার সাথে ঠিক ভাবে কথা বলতে চাইছেনা! ব্যাপারটা কি! অন্য এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম-তার বড় ভাই নাকি লিবিয়াতে! তখন আমার মাথায় লাগল,ও এই কারনে ওর এই অবস্থা আমাদের সাথে তার ঠিক মত কথা বলতে ইচ্ছা করছেনা,মন পরে রয়েছে ভায়ের কাছে! তখন কাছে টেনে জানতে পারলাম-- ত্রিপোলি থেকে ৩০ কিলোমিটার দুরে তার ভাই এই মুহুর্তে আছে,পকেটে টাকা আছে কিন্তু পেটে নাকি খাবার নেই! ফোনে টাকা আছে কিন্তু সাহায্য চাওয়ার মত নাম্বার নেই! মনটাই খারাপ হয়ে গেল, জিগ্গেস করলাম দুতাবাসে খবর রাখছে কিনা নিয়মিত,জানাল সেখানের যত ফোন নাম্বার আর কন্ট্রোল রুমের নাম্বার আছে সব নাকি বন্ধ বলে। বললাম সরকার তো তাদের আনতে চেষ্টা করছে এবং অনেকেয় ফিরে আসার দিকে! তোমার ভাই কি তাদের সাথে যোগাযোগ করেনি? তার ভাই নাকি জানালো, ''"যারা দুতাবাসের কাছে ছিল আর ক্ষমতাবান ছিল প্রবাসীদের মাঝে তারা জানতে পেরে যে যার মত চলে এসেছে,অন্য কোন প্রবাসীর খবর কেউ রাখে নি!"" এ পর্যন্ত লিবিয়া থেকে যে সকল বাংলাদেশী ফিরেছে,তারা প্রত্যেকেই নিজ দ্বায়িত্বে ও নিজ উদ্দোগেই ফিরেছে। ১ তারিখৈ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্তিদের বৈঠকের পরে জানা গেলো-নৌবাহিনীর একটি জাহাজ আগামী ৩দিনের মধ্য ত্রিপোলিতে পৌছাবে বাংলাদেশীদের আনার জন্য। আমেরিকা তাদের জন্য জাহাজ পাঠিয়েছে,কিন্তু যারা মিশর সিমান্তে আছে তারাও জানে না তাদের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে! আবদুর রহমার ভায়ের মত হাজার হাজার প্রবাসী ভায়েরা একটু আশায় বাচার তাড়নায় অপেক্ষা করছেন,অথচ দেশে কি হচ্ছে- ১.কর্মসংস্থান মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে দোষ দিচ্ছেন! ২.তারা আশার ফুলঝুরি ছাড়ছেন।

৩.সয়ংক্রিয়ভাবে শেষ হয় কিনা তার জন্য অপেক্ষা করছেন। ৪.বিরোধী দল এখন চুপ করে হাওয়া ছাড়ছে। ৫.আর্ন্তজাতিক ভাবে কেউ সাহায্য করে কিনা তার জন্য সরকার অপেক্ষা করছে। ৬.সুশীল সমাজ টিভিতে,পত্রিকায় রিপোর্ট লেখছেন। ----- -------- ------------ আর আমরা অপেক্ষায় আছি... এমন নয় যে তাদের(সরকার বা দেশের) কিছু করার নেই! তারা সরাসরি কথা বলতে পারেন প্রবাসীদের সাথে,তাদের কে কিভাবে শান্তিমত দেশে ফিরিয়ে আনা যায় তা আমার মতে সরকারের থেকে প্রবাসীরায় ভাল বলতে পারবেন,এবং সরকারের কাজ হবে সেই অনুযায়ী ব্যবস্থা করা! ++++++++++++++++++++++++++++++++++++++++ বন্ধু চিন্তা করোনা আশা করি ভাল একটা খবর তোমার পরিবারে আসবে,এবং রহমান ভাই অবশ্যয় সুস্থ মত দেশে আসতে পারবেন।

কিন্তু কিভাবে ? সত্যি বলছি আমার কাছে এর কোন উত্তর নেই! কিন্তু বুকে বিশ্বাস রাখি..
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।