উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .
বাঙ্গালি উত্তেজনা ভালোবাসে।
ভালোবাসাও এখানে বেশি।
উত্তেজনা ও ভালোবাসায় মানুষও অনেক বেশি!
রেকর্ড সৃষ্টিতে বরাবরই এগিয়ে!
খারাপ, ভালো সব রেকর্ড!
উপর থেকে নামাতে আর টেনে উপরে তুলতে সময় লাগে চোখের পাতা ফেলা ও তোলার মতো সময়!
জিতে গেলে তুমি যতো মহান!!
হারলে তুমি পশুর চেয়ে অধম!
জয় পেলে সর্বস্ব দিয়ে দেয় পারলে!
হারলে কাপড় খুলে নগ্ন করে পশ্চাতে '' আইক্কাযুক্ত বাঁশ''!
আমাদের এই স্বভাব!
সৃষ্টিতে এগিয়ে, ধ্বংসে এগিয়ে, গড়ায় এগিয়ে, পতনে এগিয়ে!
আমরা কি!
অদ্ভূত!!!!!!!!!!!!!!!!!!! এক বিচিত্র!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।