বাংলা আমার...................
গত ম্যাচে দামাল ছেলেদের জন্য প্রার্থনা করে ছড়া লিখছিলাম, কারন একটা আশা ছিল-২০৫ রান। কিন্তু আজ কি করব ?? আজ তো গত ম্যাচের চেয়ে মাত্র ১৪৭ রান কম ! আজ টার্গেট ৫৯ কি করুম বলেন তো??
ছড়ার চেয়ে আজ দেখতাছি সবার চোখে পানি ঝড়তেছে....................।
আজ শুধু দোয়ায় কাজ হবে না দাওয়া লাগবে দাওয়া।
মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান কথা, তাই যদি হয় তবে দামাল না দামড়া ছেলেরা ও 'সোনা'র (অর্থ কি- স্বর্ণ নাকি লি...গ...) ছেলেরা তো ভাঙছে ''১৬'' কোটি মন ! তাইলে ১১ জন মিলে কয়টা মসজিদ ভাঙছে ভাইয়েরা আমার ???? এর বিচার শরিয়া আইন মোতাবেক হওয়া উচিৎ কিনা বলেন?? দোর্রাাাাা রেডি করেন সবাই, লোটা কা-মাল এর জন্য ডাবল শাস্তি প্রার্থনা করছি.....................................................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।