আমাদের কথা খুঁজে নিন

   

হায় টিআইবি!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

টিআইবি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় একটা পুরস্কার দেয়। কিন্তু এতে তেমন সাড়া মেলে না। এর জন্য বড় কোনো প্রমাণ হাজির করার দরকার নেই।

এই যে ৩১ জুলাই পর্যন্ত তাদের প্রতিবেদন নেয়ার শেষ সময় ছিল কিন্তু আশানুরূপ প্রতিবেদন তারা পায়নি। আগস্ট ২৯ পর্যন্ত সময় বেড়েছে। সামনেও তারা ভালো রিপোর্ট পাবেন বলে মনে হয় না। আমার কাছে মনে হয় তাদের ধান্ধাটা সবাই জানেন। নিজেদের পছন্দের কোনো পত্রিকা ও চ্যানেলকে তারা পুরস্কার দিতে চান।

কারণ তাদের সেরা রিপোর্ট নির্বাচনের প্রক্রিয়াটাই একবারেই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের মত একটি অতি রাজনৈতিক প্রভাবিত দেশে তারা পত্রিকার রিপোর্টের মূল কপি নেন এবং সেটার ওপরই বিচার প্রক্রিয়া শেষ করেন। আমি মনে করি রিপোর্ট নেয়া ভালো, পুরস্কারও ভালো। তবে রাজনৈতিকভাবে ভ্রস্ট এই দেশের বিচারকদের কিছুটা নিরপেক্ষ থাকার জন্য প্রতিবেদনের মূল কপির পাশাপাশি রিপোর্টার ও পত্রিকার নাম ছাড়া জমা দেয়া রিপোর্টের কয়েক কপি নেয়া উচিৎ। যার সাথে মূল রিপোর্টটি মিলিয়ে দেখে প্রাথমিক বাছাই করে চূড়ান্ত বিচারের জন্য বিচারকদের কাছে পত্রিকা ও রিপোর্টারের নাম ছাড়া রিপোর্টটি পাঠানো হবে।

এতে কিছুটা হলেও সঠিক বিচার হতে পারে। আশা করি অনিরপেক্ষ টিআইবি কিছুটা হলেও নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে। অনিরপেক্ষ বললাম এ কারণে যে টিআইবিতে যারা ছিলেন কিম্বা এখনো আছে তারা এক চোখে বাংলাদেশ দেখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।