আমাদের কথা খুঁজে নিন

   

অনিন্দিতা,কেমন আছো!

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো অনিন্দিতা, কেমন আছো! জেগে আছো এত রাতে? জানি জেগে নেই, তবু তোমায় একটা গল্প বলি শোনো, অনিন্দিতা, অনেক রাত জেগে অনেক খেটে-খুটে বর্ণের পাশে বর্ণ বসিয়ে শব্দের পর শব্দ; একটা কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে। ঐ একটাই কবিতা আমার, প্রেমের কবিতা! একটা বিচ্ছু ছেলে আমার কাবিতাটি চুরি করে পত্রিকায় নিজের নামে চালিয়ে দিল! ভীষণ জনপ্রিয়তা পেল কবিতাটি! ছড়িয়ে পড়ল ছেলেটার নাম,দেশ জুড়ে! বলল সবাই স্বাগতম হে নতুন কবি। বেশ কিছু ভক্তও জুটে গেল তাঁর! হায়! এইভাবে কেউ কারো আবেগ চুরি করে! একজন ভক্তের সাথে বেশ ভাব জমল ছেলেটার, বিচ্ছু ছেলেটার, আবেগ চোর ছেলেটার। ভাব থেকে হলো প্রেম! যেন হংসমিথুন ভেসে বেড়ায় দীঘির স্বচ্ছ জলে! দিলাম মামলা ঠুকে, তিন মাস সশ্রম কারাদন্ড শেষে- জেল থেকে ছাড়া পেয়েই বিয়ে করে ছেলেটা, সেই ভক্ত মেয়েটাকেই! হায়!ভুল থেকেও তবে ভালোবাসা হয়! সেদিন লেকের পাড়ে অকস্মাৎ ছেলেটাকে দেখে চমকে উঠি আমি! বিচ্ছু ছেলেটা কত সুন্দর হয়ে গেছে; লেকের টলমল জলে পাথর কনা ছুঁড়ছিলে তুমি, নিশ্চিন্তে নির্ভয়ে মাথা রেখে ছেলেটার কাধে! আমি হাত বাড়াতেই জানতে চাইল ছেলেটা,কেমন আছেন? নতমুখে আমি চোখ সরিয়ে নিয়ে; জলে টুপ টুপ পাথর পড়ার শব্দের দিকে চেয়ে থাকি! অনিন্দিতা, কেমন আছো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।