আমাদের কথা খুঁজে নিন

   

মডু ভাইরা, হইতাসেটা কি?? আমরা প্রবাসি ব্লগাররা ক্যান লগ ইন করতে পারতাসি না??

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

۞۞ ব্লগার শুকনা মরিচ আপু নেদারল্যান্ড থাকেন। কিছু দিন ধরে সামুতে লগ ইন করতে পারছেন না। আজও পারতেসেন না। ۞۞ ব্লগার মাইশা আক্তার ইউ কে থাকেন।

উনিও গত কয়েক দিন ধরে ঠিক ভাবে লগ ইন করতে পারছেন না। আজও উনি অনেক চেষ্টা করেও আজ পারেন নাই। লগ ইন করতে গেলেই এই মেসেজ আসে- "আপনার দেয়া পাসওয়ার্ড অথবা ইউজারনেম ভুল ছিলো, পুনরায় চেষ্টা করুন আপনার দেয়া পাসওয়ার্ড অথবা ইউজারনেম ভুল ছিলো, পুনরায় চেষ্টা করুন" আমি নিজেও গত কয়েক দিন ধরে লগ ইন করতে সমস্যা হচ্ছে। আরও অনেক প্রবাসির এই প্রবলেম হচ্ছে। এটা কি?? প্রতিদিন এমন হেল মেজাজ খারাপ হয় না?? মডু, ক্যান এমন হইতাসে জবাব দেও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।