সকালে বান্দরবানে নেমেই নাস্তা সারলাম । জীপের খোজেঁ গেল আবুবকর । পাবনার একটি দলকে সঙ্গী করে ফিরলো রুমা জীপ ষ্ট্যান্ডে । জীপ আসা মাত্রই উঠে পড়লাম । কইক্ষং ঝিরি এক নাম্বার ঘাটে পৌছালাম আড়াই ঘন্টাতে ।
আর্মি ক্যাম্পে রির্পোটও করতে হলো । এক ঘন্টাতে পৌছালাম রুমাতে । মামুন ভাইয়ের দোকানে ভাতের অর্ডার দেয়া ছিল আগেই । ভাত খেতে খেতে মামুন ভাই ঠিক করলো জীপ । আমি গেলাম সিয়ামের খোজেঁ ।
আমাদের নিয়মিত পোর্টার কাম গাইড । থাকে লাইরুনিপি পাড়াতে । ভাত খেয়ে পাড়াতে ওঠা কষ্টকর । উঠতে হলো গাইড ঠিক করতে ।
আর্মি ক্যাম্পে নামের তালিকা জমা দিয়ে রওনা দিলাম জীপে ।
পুলিশ ক্যাম্পেও নামের তালিকা জমা দিতে হলো । উচুঁ নিচু, আকাঁ-বাকাঁ পাহাড়ী পথ বেয়ে গাড়ি ছুটে চললো বগালেকের দিকে ।
পাহাড়ে উঠার সময় এক জায়গায় দেখলাম একটি মটরসাইকেল দাড়িয়ে (পড়ে ) আছে । বগালেক যাবে বলে বেড়িয়েছে । পড়ে থাকা মটর সাইকেলটি সরিয়ে আমাদের জীপের জন্য জায়গা করে দিলাম ।
উপরে উঠতেই দেখলাম বগালেকের রুক্ষ রুপ ।
আর্মি ক্যাম্পে গেলাম নামের তালিকা জমা দিতে । তাড়া দিতেই তারা বললো তাড়াহুড়ো করেন কেন ? আমি বললাম পাসিং পাড়া যাব । তারা জানালো সামনে যাওয়া যাবে না । কেন জিঞ্জেস করতে বললো সিও স্যারের নির্দ্দেশ ।
বললাম কথা বলবো সিও সাথে । সিও বললো সামনের পাড়া নিরাপদ না তাই থাকা যাবে না । বললাম কোন পাড়া নিরাপদ ? সে কোন উওর দিলো না । রাগ করে চলে আসলাম ।
সিয়ামের ঘরে উঠতেই সিয়ামের বাবা এসে ভ্রমণ বাংলাদেশের সবার খবর জানতে চাইলো ।
জানালাম রুমা আপা, সম্পা, আফরিন আপার কথা । টুটু ভাইয়ের বিয়ের খবরও জানতে চাইলো সিয়াম ।
একটু পড়ে দেখি নেচার এড্যভেঞ্চার ক্লাবের রুবেল ভাই, হক ভাই সাথে আরো দুইজন । বিদায় জানাতে এল । সামনে আগাবে তারা ।
রাতের হাঁটার মজাই আলাদা । তারা আর্মিকে না জানিয়ে চলে যাচ্ছে বগারেক থেকে। মিস করলাম রাতের হাঁটা ।
খাবারের অর্ডার দিয়ে ফ্রেশ হলাম । চা পান করতে করতে পরিচয় হলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মনিরুল খান এর সংগে ।
আমাদের ক্লাব সর্ম্পকে জানালাম । আমাদের রুটটিও জানালাম । কিছু তথ্য নোট করতে বললেন আমাদেরকে । খাবারের ডাক দিলো সিয়াম । পাবনার আটজনকে নিয়ে ডিনার শেষ করে তাড়া দিলাম ঘুমাতে যাবার জন্য ।
পাবনার গ্রুপের জন্য গাইডও ঠিক করলাম এই ফাঁকে । কেওক্রাডং থেকে বগামুখ পর্যন্ত পৌছাতে এই গাইড দরকার তাদের । এবার ঘুমানোর পালা । ঘুম..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।