নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই সর্বদলীয় সভা
সম্পদের ক্ষতি না করার অঙ্গীকার, শিবগঞ্জ ও কানসাটে স্বস্তি
শনিবার রাতে কানসাট পুকুরিয়া গ্রামে কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানীর উদ্যোগে তাঁর বাড়ির সামনে সভা করেন পুকুরিয়া, বাগদীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। সভায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারাসহ পাঁচ শরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বয়োজ্যেষ্ঠ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সন্ধ্যায় শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টায়।
সভায় কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা বেনাউল ইসলাম, বিএনপির তৈমুর রহমান, জামায়াতের নেতা তাজিমুল ইসলাম, বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানীসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও নেতৃস্থানীয়রা বক্তব্য দেন।
জামায়াতের নেতা তাজিমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্রামের সবাই ভাই ভাই।
গ্রামে সব দলেরই লোক আছে। রাজনীতির সময় রাজনীতি করব। তার বাইরে কেউ কাউকে কটাক্ষ করে কথা বলব না। কারও সঙ্গে যেন দ্বন্দ্ব না হয় সে বিষয়ে সবাই সচেষ্ট থাকবে। শান্তিপূর্ণভাবে যে যার রাজনৈতিক কর্মসূচি পালন করবে।
’ তিনি বলেন, সভায় বক্তারা সবাই এ সুরেই কথা বলেছেন।
বিএনপির নেতা তৈমুর রহমান বলেন, গ্রামে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন এলাকায় কেউ শান্তি বিনষ্ট করবেন না, এমন অঙ্গীকার করেছেন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।