আমাদের কথা খুঁজে নিন

   

এই চাওয়া টা কি অন্যায় ?

এইটা আমার ব্লগ। এই দেশে কেন এমন লোক বেশি দেখিনা যারা এক দিকে বলতে পারে, জামাত শিবির এবং জঙ্গি দের হাতে দেশে বিভিন্ন অঞ্চলে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নাগরিক দের উপর যে ভয়াবহ অত্যাচার এবং হামলা চলছে তা একটা অচিন্ত্যনীয় অন্যায়। কোন রাষ্ট্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের লোক দের হাতে যদি এমন একটি ঘটনাও ঘটে সেই রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয় এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে যে কোন মূল্যে এই ধরনের ঘটনা প্রতিহত করতে হবে এবং একই সাথে তারা বলতে দ্বিধা করেনা যে ট্রিগার হ্যাপি আওয়ামী পেটোয়া পুলিশ অল্প উসকানিতেই আজ মিছিলে পাখির মত গুলি ছুড়ে মানুষ হত্যা করছে এবং সেকুলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এই গণহত্যার ঘটনা ধামা চাপা দিচ্ছে অবিশাসো ভাবে । যেই সব তথাকথিত সুশীল সমাজ এবং নিউ জেনারেশান বুদ্ধিজীবীরা দলীয় সংকীর্ণতার উপরে উঠে মানবিকতার পক্ষে অবস্থান নিযে এই গণহত্যার সমালোচনা করতে ব্যার্থ হচ্ছেন তাদের প্রতি বক্তব্য হইলো - একটা ঐতিহাসিক ক্ষণে আপনারা আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধীদের সাথে নিজেদের পার্থক্য গড়তে বার্থ হয়েছেন,আপনারাও তাহাদের মত বর্জনীয় । অন্য দিকে সেই সব মৌলবাদী জঙ্গি দের প্রতি বক্তব্য হইলো - তরা পাকিস্তান চলে যা। সেই খানে গিয়ে শিয়া সুন্নী দন্দ নিয়া মসজিদে মসজিদে বোমাবাজি কর, বাংলাদেশ তদের দেশ না। আমাদের দেশ বাঙালির দেশ, সম্প্রীতির দেশ, এই খানে আর একটা মন্দিরে হামলা হইলে, আর একটা হিন্দু কমুনিটিতে হামলা হইলে - তদের পাছায় কিক দিয়া করাচি পাঠায়া দিবো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।