আমাদের কথা খুঁজে নিন

   

আমি না হয় গালিবাজ ই হলাম।তবু ধন্যবাদ ঈশ্বর। গলাবাজ,অভদ্র নই.........................

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই...............

সামু ব্লগে গালিবাজি নিয়ে পক্ষে বিপক্ষে নানা অবস্থান রয়েছে। সরাসরি কেউ গালিবাজির পক্ষে না থাকলেও যারা এর বিপক্ষে অবস্থান করছেন তারা কিন্তু বুক ফুলিয়ে বেশ দম্ভ করেই বলছে। আর যারা পক্ষে রয়েছেন তাদের অনেকেই হয়তো ব্যান খাওয়ার ভয়ে এটা নিয়ে তেমন কোন কথা বলেন না তবে যেখানে যে মাত্রায় গালি প্রয়োজন সেখানে কিন্তু বসায় দেন। হ্যা আমি গালিবাজির পক্ষে,এবং এটা প্রয়োগের মাত্রা আমি জানি।

ব্যান খাওয়ার ভয় আমি করিনা। এবং আমি নিজেকে ভাল মানসিকতার অধিকারি মনে করি এই ভেবে, যে সব ভন্ড এই গালিবাজির বিপক্ষে অবস্থান নিয়ে নির্দ্বিধায় ব্যাক্তিগত আক্রমন করে যাচ্ছে আমি তাদের দলে নেই। সামুতে মাঝে মাঝে এমন সব পোস্ট আসে যা (জাতি বিরোধী,বিদেশপ্রীতি,মিথ্যাচার,নিজামী-গোয়া গুনকীর্তন ও অন্যান্য) যেগুলিতে গালি না দিয়ে আর উপায় থাকে না। এসব পোস্ট এ আমি গালি দিবই। এটা যদি আমার অন্যায় হয় তবে আমি অন্যায় করেছি এবং বারবার সে অন্যায় করতে চাই।

তবু গালি বিরোধী ফেরেস্তাদের মত হতে চাইনা যারা গালির বিপক্ষে থাকলেও বিনা কারনে কাউকে অপমান করতে বিন্দু মাত্র দ্বিধা করে না। পাঠক আপনি কি ভাবছেন? যার উদ্দেশ্যে আমার এই লেখাঃ আপনাকে সামনে নিয়ে এসে আমি কিন্তু অপমান করলাম না। আমি গালিবাজ হতে পারি কিন্তু অভদ্র কিংবা গলাবাজ নই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।