ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
সিঁড়ি দিয়েই শুরু তাই ফিরে
যাওয়ার পথ দেখা গেল না।
সিঁড়ির পর শূণ্যতার নদী, জলে কালো,
সামনে কোন ঘর আর নাই।
নগরের সবচেয়ে বড় দালান সেখানে
কাচারি ঘরের মতো।
বিশাল করে সিঁড়ি ছড়িয়ে দিয়ে আছে উদার
রাস্তা অব্ধি। অনেক লোকের সম্মিলনে পর
এই সিঁড়িতেইএকদিন সবার
চোখ আর পা গুলো থেমে এল।
আমাদের শহরের মাঝখানমতো জায়গাটা।
তার আশপাশ করে একদিকে তাকালে
প্রাণ জুড়ায়ে যেতে পারে:
চাঁদের মতো লেক।
চাঁদ-বাঁকা পানি ঢেউ হয়ে ওঠে মাঝে মাঝে।
তবু সবাই নির্বোধের মতো দাঁড়িয়ে গেল।
মাঝখানে কোন কোন চোখ জ্বলে উঠল,
কিছু মুখ রোদে ছেয়ে গেল ।
হাত উচায়ে মুখর হয়ে এল ধার্মিকেরা ।
অন্য সবার আন্দাজ না কোন যুক্তি খুঁজল
না কোন ঘর।
কারণ অদ্ভুত কোন মুক্তি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।