আমাদের কথা খুঁজে নিন

   

নাক বন্দনা!!

অনেক কিছুই বলতে চাই।।বলা হয় উঠে না!ছন্দ হারিয়ে আমাদের নিরানন্দ জীবন।তবুও কিছু লিখতে চাই!

হে নাক শুধু ডাকার জন্যে এসেছো কি পৃথিবীতে! পাশের মানুষ ঘুমাক-জাগুক তোমার যায়-আসে, কি তাতে? একটু খানি বোঁচা হলে তুমি, বলে যে চাইনিজ। তুমি যদি হও খাড়া তবে;বিয়ে হয়না কারোর মিস! চেহারার ঠিক মাঝখানটাতে তোমার একার বাস, লজ্জায় নাকি তুমি কাটা যাও বলে;করে অনেকে হা হুতাশ! তোমার ডগার লালচে ভাবে রোগ ধরে ডাক্তার, আমি বলি, আরে লজ্জা পেলেও ওরকম হয় তার! তোমার উপর সবার এত আক্রোশ;কেন কে জানে? কথায় কথায় নাক ফাটিয়ে দেব,বলার আছে কি কোনো মানে? পুরনো কথায় ফিরে আসি ভাই,বন্ধ করো ডাকাডাকি এই অভাগারে শান্তি মত ঘুমাতে দিবে না নাকি?? বিঃদ্রঃ রাত তখন ৩ টা।দুই রুমমেটের নাক ডাকার ঠেলায় অস্থির হয়ে মোবাইলে লিখেছিলাম এই ছড়া!!জয়তু নাক বাবা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।