আমাদের কথা খুঁজে নিন

   

যা বলেছি, তা নিয়ে অনুতপ্ত নই

‘নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না’—এই কথা বলে আলোচনার ঝড় তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গত ২৬ জুলাই ভারতের এনডিটিভির সঙ্গে কথা বলেন অমর্ত্য সেন। সেই কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো 
প্রশ্ন: ‘নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না’—এই বক্তব্যের পর যে প্রতিক্রিয়া হচ্ছে, তাতে কি আপনি বিস্মিত? বিজেপির চন্দন মিত্র আপনাকে দেওয়া ভারতরত্ন খেতাব প্রত্যাহারের দাবি তুলেছেন...।
অমর্ত্য সেন: সত্যিই আমি বিস্মিত আর ক্ষুব্ধ। ভারতের একজন নাগরিক হিসেবে আমার এটা বলার অধিকার আছে যে আমি কেমন প্রধানমন্ত্রী চাই বা কেমন প্রধানমন্ত্রী চাই না। আমি এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না, যাঁকে নিয়ে সমাজের একটি বড় অংশ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। চন্দন মিত্রেরও এটা বলার অধিকার আছে যে আমার ভারতরত্ন খেতাব প্রত্যাহার করে নেওয়া উচিত। তবে কথা হচ্ছে কী, বিজেপি সরকারের সময়েই আমাকে ভারতরত্ন খেতাব দেওয়া হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।