যাহা বলি সত্য বলি....
টানা ৫দিন দরপতনের পর মঙ্গলবার প্রত্যাশিত ঊর্ধ্বমুখি পুঁজিবাজারের দেখা পেয়েছেন বিনিয়োগকারীরা। এদিন দেশের দুই পুঁজিবাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মোট ২৫৩টি কোম্পানির। এর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৬টির ও অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম।
একই সঙ্গে সাধারণ সূচক ৩৯৮ পয়েন্ট বা ৭.৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৬শ’ এক পয়েন্টে পৌঁছেছে।
মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি টাকার কিছুটা বেশি।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরুতে বেলা ১১ টা থেকে টানা ১০ মিনিট সূচক বেড়েছে। এরপর ১১ টা ১০ মিনিট থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সামান্য কমে। পরে সারাদিন সূচক বাড়ার গতি অব্যাহত থাকে।
ডিএসসিতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, ফাইন ফুডস, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), বেক্সটেক্স, স্কয়ার টেক্সটাইল, নাভানা সিএনজি, মেট্্েরা স্পিনিং, ওশেন কন্টেইনার্স লিমিটেড ও গোল্ডেন সন।
দাম কমার দিক থেকে শীর্ষ দশ কোম্পানি হলো- জুট স্পিনার্স, চিটাগং ভেজিটেবল, রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ঢাকা ইন্স্যুরেন্স, বিএসসি, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু জুট স্ট্যাফলার্স।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় মোট ১৯১টি কোম্পানির । এর মধ্যে ১৭৮টিরই দাম বাড়ে। কমেছে ১৩টি কোম্পানির।
পাশাপাশি সাধারণ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৪২ পয়েন্ট বা ৭.১ শতাংশ কমে ১৫ হাজার ৭শ’ ২৬ পয়েন্টে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।