১ম পর্বটি না পড়ে থাকলে দয়া করে সেই পর্বটিতে একবার চোখ বুলিয়ে নিন। মনে রাখবেন, এই লেখাটি তাদের জন্য যারা ইংরেজিতে দক্ষ হয়েও বেকার। আজ আমরা rewriting বিষয়টি দেখব। ধৈর্য রাখুন, ৭ম পর্বে সামগ্রিক কিছু টিপস থাকবে এবং আলোচনা হতে পারে। আজ দেখব:
৩ ক) Rewriting কাজটি আসলে কি?
৩ খ) ফ্রিল্যান্সিং কাজের জন্য রিরাইটিং কত রকম হতে পারে?
৩ গ) Rewriting x 1 এর উদাহরণ।
৩ ঘ) Rewriting x 2 এর উদাহরণ।
৩ ঙ) Rewriting x 3 এর উদাহরণ।
৩ চ) Rewriting এর কয়েকটি জব এডভার্ট এর উদাহরণ।
৩ ছ) আমার করা rewritten article এর original article এর চেয়ে কতখানি আলাদা হলো তা মাপার সহজ উপায় কি?
=============================================
৩ ক) Rewriting কাজটি আসলে কি?
Rewriting শব্দটির আক্ষরিক বাংলা হতে পারে পুনর্লিখন। কাজটিও আক্ষরিক অর্থে তাই।
যেমন: মূল সেনটেন্স যদি হয় – These licenses require that the student completes a predetermined number of education hours. আপনার পুনর্লিখিত সেনটেন্স হতে পারে – If you want a license of this type, you must have completed a predetermined hours of education.
মূল কথা হলো, আপনার পুনর্লিখিত সেনটেন্স এ একই কথা বলা হবে কিন্তু “শব্দচয়ন ও গ্রামারগত পার্থক্য থাকবে” যাতে করে মনে হয় দুটি লেখা একে অন্যের নকল না।
এখানে বাংলাদেশীরা যে সমস্যার মুখোমুখি হয় সেটি হলো আর্টিকেলগুলোর বিষয়বস্তুর ভিন্নতা। বেশীরভাগ বিষয় হবে স্বাস্থ্য, প্রযুক্তি, ইন্সুরেন্স, আন্তর্জাতিক খবর ইত্যাদি নির্ভর। আপনাকে এগুলো দ্রুত পড়ে বুঝে উঠতে হবে। নীচের ৩গ), ৩ঘ), তঙ) এর উদাহরণগুলো খেয়াল করুন।
৩ খ) ফ্রিল্যান্সিং কাজের জন্য rewriting কত রকম হতে পারে?
প্রথমত বলা যায় যে, আপনাকে ৩২০-৬০০ শব্দের একটি লেখা দেয়া হলে সেটির তথ্য ঠিক রেখে আপনার ভাষায় তা লিখতে হবে নীচের দুটি উপায়ের যে কোন একভাবে। এমপ্লয়ার যেভাবে চাইবে সেভাবে করতে হবে।
১ম ধরন: প্রতিটি সেনটেন্সকে পুনর্লিখন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি সেনটেন্স এর পরপরই আপনার লেখা সেনটেন্সটি লিখতে হতে পারে। অর্থাত মূল আর্টিকেল এর ভেতরেই rewritten article-টি থেকে যাবে।
অথবা এক প্যারার সব সেনটেন্সকে আলাদা আলাদা পুনর্লিখনের পর প্যারা হিসেবে সাজাতে হতে পারে। এরপর পুরো rewritten article-টি আলাদাভাবে দেখা যাবে।
২য় ধরন: অথবা এক এক প্যারাগ্রাফ হিসেবে পুনর্লিখন করতে হবে। এরপর original article-টি ও rewritten article-টি আলাদাভাবে তুলে ধরতে হবে।
বেশীরভাগ ক্ষেত্রে একটি আর্টিকেল এর একবার রিরাইটিং চাওয়া হয়।
একে বিজ্ঞাপনে rewriting x 1 হিসেবেও তুলে ধরা হয়। এক্ষেত্রে আপনি যা করবেন তা হলো প্রথমে original article-টি পৃষ্ঠার উপরে রাখবেন। তার পরে insert > page break দিয়ে পরের পৃষ্ঠায় আপনার rewritten article-টি দেবেন। আপনার rewritten article-টির ফন্ট কালার ভিন্ন রাখতে পারেন।
আবার অনেকসময় একটি আর্টিকেল এর দুইবার বা তিনবার রিরাইটিং চাওয়া হয়।
একে বিজ্ঞাপনে যথাক্রমে rewriting x 2 এবং rewriting x 3 হিসেবেও তুলে ধরা হয়। পেমেন্ট বেশীরভাগ প্রতি একবার রিরাইটিং অনুযায়ী হয়ে থাকে।
৩ গ) Rewriting x 1 এর উদাহরণ।
সেনেটন্স ভিত্তিতে rewriting x 1 এর উদাহরণ:
This is becoming increasingly popular because you can complete assignments and tests from home. {The popularity of the courses lie in the fact that one can complete these courses staying at home.}
প্যারাগ্রাফ ভিত্তিতে rewriting x 1 এর উদাহরণ:
Original: Now of course you are going to notice warts there if they were not there before, and so if you do see this of the genital warts disease symptoms, then you are going to need to get in and talk to a doctor right away.
Rewrite 1: When you see any wart that was not there earlier, you should see the doctor. If the warts are on the genitalia, it’s quite likely that you have contracted the virus. The doctor would be able to tell you what they are.
৩ ঘ) Rewriting x 2 এর উদাহরণ।
সেনেটন্স ভিত্তিতে rewriting x 2 এর উদাহরণ:
This is becoming increasingly popular because you can complete assignments and tests from home. {The popularity of the courses lie in the fact that one can complete these courses staying at home.}{ As one can complete these courses from home, these courses are getting popular.}
প্যারাগ্রাফ ভিত্তিতে rewriting x 2 এর উদাহরণ:
Original: When plumbing emergency calls late at night or in the early hours of the morning, it is helpful to have access to a 24 hour plumber in Devali.
Rewrite 1: You do not know when you’ll need a plumber as problems might occur anytime any day in the week. That’s why you should be familiar with plumbers working 24/7 in Devali.
Rewrite 2: When you’re having a plumbing issue in your house at the late hours or at very early hours, what do you do? There’s no way but to call an emergency plumber.
৩ ঙ) Rewriting x 3 এর উদাহরণ।
সেনেটন্স ভিত্তিতে rewriting x 3 এর উদাহরণ:
This is becoming increasingly popular because you can complete assignments and tests from home. {The popularity of the courses lie in the fact that one can complete these courses staying at home.}{one can complete these course from home, these courses are getting popular.}{These courses are getting popular day by day as the student can finish the course sitting at home.}
প্যারাগ্রাফ ভিত্তিতে rewriting x 3 এর উদাহরণ:
Original: The lenses need to be cleaned at regular intervals and you cannot imagine wearing these without some protective sunglasses. If the tiniest speck of dust gets in your eyes, you will feel extremely uncomfortable and will be in great pain.
Rewrite 1: At regular intervals, the lenses should be cleaned nicely. Generally speaking, whenever we have even a tiny speck of dust in our eyes, we get lot of discomfort. Protective sunglasses help us in this case.
Rewrite 2: You need to have some maintenance. Regular cleaning of the lenses is important. These sunglasses protect you from foreign particles getting into your eyes. When a tiny speck of dust gets in our eyes, we feel much discomfort, even pain.
Rewrite 3: Protective sunglasses help us in many ways. If a tiny speck of dust gets in your eyes, you will feel much discomfort and may even be in pain. Sunglasses can help you protect your eyes. You need to clean the lenses regularly.
৩ চ) Rewriting এর কয়েকটি জব এডভার্ট এর উদাহরণ।
এখানে ‘ফ্রিল্যান্সার ডট কম’ সাইটটিতে দেখতে পাওয়া একটি বিজ্ঞাপন দেখাচ্ছি। বিজ্ঞাপনটি ভালভাবে পড়ে দেখুন।
১ম উদাহরণ: (দেখা গেছে নীচের কাজটি পেয়েছে এক ইন্ডিয়ান)
Writers / Rewriters needed (English articles):
Writer need to research and will be expected to rewrite existing news about exact mobile phone. The writer must be aware of copyscape, plagiarism, etc with no grammatical mistakes would be accepted.
You are bidding on 50 articles.
Prefer single writers who are not part of a team.
Bids with milestone will not be accepted.
1. Articles should be top quality and free of errors.
2. Articles should pass copy-scape premium.
3. There should be continuous flow of sentence structure.
4. The writer has to write a sample before starting project.
5. The assigned articles must be delivered within 24 hours.
I will:
-Pay $0.50 for 300 words article writing, $1 for 500 - 600 words article writing
-Pay $0.25 for 300 words article rewriting, $.70 for 500 - 600 words article rewriting
-Made Payment weekly through Paypal every Friday
-Keep long term relation with good writers
Thanks.
এবার ‘ওডেস্ক ডট কম’ সাইটটিতে দেখতে পাওয়া দুটি বিজ্ঞাপন দেখাচ্ছি। বিজ্ঞাপন দুটি ভালভাবে পড়ে দেখুন।
২য় উদাহরণ: (দেখা গেছে নীচের কাজটি পেয়েছে এক আমেরিকান)
Article Rewriter Needed
I need a good rewriter for my new business.
Must be articulate and can submit articles on time.
Looking to start with 2-4 articles per day.
Rate is $1 per rewritten article. Articles will be between 350-400 words.
Original articles may be longer but you may shorten them to the 350-400 word size.
I will provide you with the articles for the rewrites and target keywords
Rewritten articles should be informative and in third person point of view.
A successful and acceptable rewrite is to reword/restructure/change a whole paragraph or sentence without taking away the main thought or focus on the keyword involved... to rewrite is not to simply use synonyms or to simply encode/copy the article.
1 article test will be given to the potential contractor.
Articles will be run through copyscape to check for originality.
Payment will be handled daily!
Skills Required: Rewriting
৩য় উদাহরণ: (দেখা গেছে নীচের কাজটি পেয়েছে এক বাংলাদেশী)
Article Rewriter
I need an article writer who could rewrite articles of 600 words each. These articles will be technical in nature (related to computer, network products etc.)
I need a good writer who could provide me articles on a consistent basis. You can expect 3-5 articles a week. Rewrites should be unique and in proper English
The pay is $2 for one rewrite (600 words). Bid for 5 articles.
৩ ছ) আমার করা rewritten article-টি original article এর চেয়ে কতখানি আলাদা হলো তা মাপার সহজ উপায় কি?
আপনার rewritten article এর uniqueness এবং keyword density মাপার সহজ উপায় একটি ফ্রি সফটওয়ার ব্যবহার করা। এটি হলো: DupeFreePro । এর সাইজ কত তা জানা নেই, তবে খুব বড় মনে হয় না। এটির লিংক হলো: http://www.dupefreepro.com ।
সফটওয়ারটিতে পাশাপাশি দুই উইন্ডোতে আপনাকে পাঠানো original article এবং আপনার করা rewritten article-টি পেস্ট করে compare বাটনে চাপ দিলেই দেখাবে কত পারসেন্ট মিল আছে।
অবশ্য এই মিলটি কতখানি হচ্ছে তা দেখাবে আপনার নির্দিষ্ট করে দেয়া ক্রাইটেরিয়ার ভিত্তিতে। আপনি করতে পারেন sentence লেভেলে, 4 words বা 3 words ইত্যাদির ভিত্তিতে। সাধারণত sentence ভিত্তিতে আপনার লেখাটি unique কিনা অর্থাত ০% পারসেন্ট মিল আছে কিনা তা চেক করে নিতে পারেন। অভিজ্ঞতা হয়ে গেলে তার আর প্রয়োজন নাও হতে পারে।
এই সফটওয়ারটি আরেকটি কাজ করে দেয়।
সেটি হলো keyword density মেপে দেয়া। keyword density কি তা আমরা ৩ক) অংশে দেখেছি। আপনার rewritten article-টি সফটওয়ার উইন্ডোতে দিয়ে keyword বক্সে keyword-টি দিয়ে calculate keyword density বাটন চাপলেই উত্তর পেয়ে যাবেন। অনেক এমপ্লয়ার এটি চাইবে।
৭ম পর্বে আমরা উম্মুক্ত আলোচনা করব।
এজন্য এখন মন্তব্য দেয়ানেয়া হচ্ছে না। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। [/sb
১ম পর্ব: Click This Link
২য় পর্ব: Click This Link
৩য় পর্ব: Click This Link
৪র্থ পর্ব: Click This Link
৫ম ও ৬ষ্ঠ পর্ব: Click This Link
৭ম পর্ব: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।