আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ব্যাবসায় যারা আছেন তারা সাবধান !!!



যারা পুঁজি হারিয়েছেন তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া কিছু বলার নেই। যারা এখনো শেয়ার ধরে রেখেছেন তারা ধৈর্য ধরুন। নতুন যারা বিনিয়োগ করবেন তারা যেন অবশ্যই চিন্তাভাবনা করে বিনিয়োগ করেন। শেয়ার ব্যাবসায় যারা আছেন তারা সাবধান। খুব সতর্কতার সাথে পুঁজি বিনিয়োগ করুন।

দাম বাড়লেই খুশি, পড়লেই খারাপ এই মানসিকতা এখানে বিরাজ করছে। কিন্তু দামের পতন বা উত্থানে কেন এমন হচ্ছে ভাবা দরকার। অর্থমন্ত্রীর কথাই ঠিক নেই। একে সময় তিনি একেক কথা বলেন। কোরামিন দিয়ে বাজার টিকিয়ে রাখার কথাও বলেন, ফটকাবাজারির দখলের কথাও বলেন।

আবার নিজের দলের ভিতর থেকেই প্রতিবাদ আসে। শেয়ার মার্কেট নিয়ে কারা ছিনিমিনি খেলছে সে কথা পরিষ্কার হচ্ছে না। মার্কেটের প্রতি সাধারণ বিনিয়োগকারীরা যতক্ষণ আস্থা ফিরে না পাবে ততক্ষণ এই মার্কেট স্বাভাবিক হবে বলে মনে হয় না। দায়িত্বশীলদের ভূমিকা সঠিক পথ দেখাতে পারছে না, নাকি তারা সঠিক ভূমিকা রাখতে পারছে না? তবে সরকারের বিভিন্ন মহলের কথাবার্তা যা মিডিয়ায় দেখা গেছে তাতে সূচক যতদিন পর্যন্ত তিন থেকে সাড়ে তিন হাজার না হবে ততদিন এই বাজার ঠিক হবে না। কাজেই আপনি চিন্তা করুন এবং বিভিন্ন সময়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের কথাবার্তা ভালো করে উপলব্ধি করে দেখুন, আপনাকে কি করতে হবে বোঝার ও উপলদ্ধি করার চেষ্টা করুন।

চিন্তা করুন। শুধু দরপতনেই বিক্ষোভ হবে আর পরের দিন দাম উঠবে এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। পুঁজি বিনিয়োগ করে তাৎক্ষণিক ভাবে যদি দুই পাঁচগুণ বেশি তুলে নিতে চান সেটা এখন কি সম্ভব। সেটা আশা করাও ঠিক না। এভাবে যখন দাম বাড়ছিল তত বেশির ভাগ মানুষই যারা সাবধান হতে বলেছে তাদের কথায় কান দেয়নি।

দীর্ঘ মেয়াদে অল্প কিছু বিনিয়োগ করে দেখতে পারেন আপনি সফল কিনা। হাই হাই কোম্পানির মতো ফাঁদে পা না দিয়ে সতর্ক হয়ে চিন্তা করুন। মন্ত্রী, দায়িত্বশীলদের কথাবার্তা পত্র-পত্রিকার সংবাদ, বিশ্লেষণ, টক শো দেখলে এটাই বোঝা যায় সূচক আরো কমবে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে নন। এর মধ্যে অবশ্য শেয়ার কেলেঙ্কারীতে যারা জড়িত তারা আছে কিনা জানি না, তবে বোঝা যায় তারা ধরা ছোঁয়ার বাইরেই থাকতে পারে।

কাজেই নিজের বিনিয়োগ দিয়ে কেলেঙ্কারীরে মুনাফা লাভের ফায়দায় দেয়া কতটুকু যুক্তিযুক্ত? সংযুক্তি: Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.